দক্ষিণ দিনাজপুর : লোকসভা নির্বাচনে জেলার রেল উন্নয়নকেই হাতিয়ার করেই জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এবার দক্ষিণ দিনাজপুর জেলায় রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে, রেলমন্ত্রীর কাছে দরবার করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
রেলমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সুকান্ত মজুমদারের
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হয়েছেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতর ও শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী হলেও জেলার উন্নয়নের বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন বালুরঘাটের সাংসদ। আবারও সেই জেলার যোগাযোগ ব্যবস্থার উপরেই বিশেষ নজর দিয়ে জেলাবাসীর দাবি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈঞবের সঙ্গে দেখা করে রুদ্ধদ্বার বৈঠক সারলেন। একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর হাতে তুলে দিলেন স্মারকলিপি।
'দাবি' মানলে কী কী পেতে পারে বালুরঘাট ?
বালুরঘাট থেকে গুয়াহাটি এবং বালুরঘাট থেকে বেঙ্গালুরু দুইটি দূরপাল্লার ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। বালুরঘাট থেকে একলাখি স্টেশন পর্যন্ত সিঙ্গেল লাইনকে ডবল লাইন করার দাবি করেন। এছাড়াও বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণের কাজ, গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃতভারতের আওতায় আনা, দৌলতপুর হল্টের মান উন্নয়ন, দৌলতপুর ও রামপুর বাজারে দূরপাল্লা ট্রেনের স্টপেজের বিষয় উল্লেখ-সহ একাধিক দাবিপত্র রেলমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। 'দ্রুত এই কাজগুলি হবে' বলে সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। যদিও শাসকদল সুকান্ত মজুমদারের রেল উন্নয়নকে কটাক্ষ করতে ছাড়েনি। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে, জেলার মান উন্নয়ন সম্ভব বলেই মনে করছে জেলার সাধারণ মানুষ।
আরও পড়ুন, শাসন ক্ষমতার ভরকেন্দ্র নবান্নই? CID-তে রদবদলের পর সুকান্তর নিশানায় মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, দীর্ঘদিন রেললাইন বিহীন জেলা হিসেবে থাকার পর ২০০৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই জেলা পেয়েছিল রেললাইন থেকে শুরু করে রেল স্টেশন। পরবর্তীকালে বালুরঘাট -কোলকাতা স্টেশনের মধ্যে চলা তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস চালু হলেও দক্ষিণ দিনাজপুরবাসী বালুরঘাট- শিয়ালদা নিজস্ব ট্রেনের দাবি জানিয়ে আসছিল প্রথম থেকেই। চলতি বছরের শুরুতেই সেই স্বপ্নপূরণ হয়। এই জেলার রেল সফরে জুড়েছিল পালক। শিয়ালদহ থেকে সরাসরি ট্রেন সফর শুরু হয়েছিল বালুরঘাটে। বছরের প্রথম দিনে বালুরঘাটবাসীর জন্য উপহার দিয়েছিল রেল মন্ত্রক। বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত নতুন ট্রেনের উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।