কলকাতা: কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি। তাই প্রতি মুহূর্তেই কড়া নজরের মধ্য বিষয়টি রেখেছে আবহাওয়া দফতর।আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। মূলত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবার অবধি রয়েছে হলুদ, কমলা ও লাল সতর্কতা। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে লাল সতর্কতা ! 


জোড়া নিম্নচাপের প্রভাব। আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া


উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। বুধবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে।ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ''দানা''। ঘূর্ণিঝড়ের এই নাম দিয়েছে কাতার।


আরও পড়ুন, "আজকের বৈঠকে প্রশাসনিক শরীরী ভাষা ইতিবাচক লাগেনি, সন্তুষ্ট নই"


আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকালও কলকাতায় ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা ফের উপরের দিকে উঠেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে আছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য নীচে নামে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৬ শতাংশে। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।