কলকাতা:  নবান্নের বৈঠক শেষে ক্ষুব্ধ জুনিয়র ডাক্টাররা। এদিন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, এর আগে আমরা বহু মিটিংয়ে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম। যে আমাদের লাইভ স্ট্রিমিং চাই। আমরা দেখলাম যে লাইভ স্ট্রিমিং হয়েছে। আজকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, এই মিটিংয়ে কী কী হয়েছে , গোটা রাজ্যবাসী মোটামুটিভাবে দেখতে পেয়েছেন।.. এই গোটা মিটিংয়ে আপনারা দেখতে পেয়েছেন, আমরা বারবার যেকথা বলতে চেয়েছি' বলতে বলতে তিনি বলেন,'  একটা কথা স্পষ্ট যে আমরা আজকে যে গোটা মিটিংয়ে প্রশাসনের যে শরীরী ভাষা, সেটা আমাদের একদম পজেটিভ লাগেনি। 


মূলত এদিন জুনিয়র ডাক্তারদের তরফে এক প্রতিনিধি বলেন, ম্যাডাম যে ন্যাশনাল লেভেল টাস্ক ফোর্স তৈরি করার কথা হয়েছিল সুপ্রিম কোর্টে, যে মেডিক্যাল কলেজের কোন কোন জায়গায় সিসিটিভি বসানোর প্রয়োজন আছে। সেই সমস্ত জায়গায় সিসিটিভির প্রয়োজন কতটা, তার একটা তালিকা স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। কিন্তু ম্যাডাম, স্বাস্থ্য তার নিজের মতো করে রেকমন্ডেশন সাজিয়েছে বা স্যাংশন হয়েছে। কিন্তু প্রকৃত চাহিদা কতটা ? প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দেখো আমরা যেটা সুপ্রিম কোর্টকে কমিল করেছি, সেটা আমরা করব। বাদ বাকি তোমরা তো বোঝো, সবই একদিনে চাইলে, অর্থেরও প্রয়োজন আছে। সেটা তৈরি করতেও প্রয়োজন আছে। একদিনে সব কিছু পাওয়া যাবে না বাবু। একটু ওয়েট করো।' এরপরেই মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে বলেন, 'যেটা আমাদের সুপ্রিম কোর্টে কথা দেওয়া রয়েছে, সেই কাজটা এখুনই সম্পূর্ণ করো।


আরও পড়ুন, আগামীকাল কোনও স্বাস্থ্য ধর্মঘট নয়, অনশন প্রত্যাহারের ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘোষণা চিকিৎসকদের


মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে GB মিটিংয়ে, অনশন প্রত্যাহারের কথা ঘোষণা জুনিয়র ডাক্তারদের। এদিকে গত সপ্তাহেই তাঁরা এদিনের বৈঠক হবার আগেই মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটনের ঘোষণা করেছিলেন। বলাইবাহুল্য, আজকের বৈঠকের পাশাপাশি কাল কী হবে ? এনিয়ে সর্বত্র প্রশ্ন ঘুরছিল। তবে এদিন  জুনিয়র ডাক্তারদের তরফে অনশন প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই জানানো হয়, আগামীকাল কোনও স্বাস্থ্য ধর্মঘট নয় I অনশন প্রত্যাহারের ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘোষণা চিকিৎসকদের।  


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।