কলকাতা: ১৮ সালে শিক্ষক নিয়োগ (Recruitment ) ঘিরে রণক্ষেত্রর আকার নিয়েছিল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur)। দাঁড়িভিত হাইস্কুল (Darivit High School) চত্বরে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে মৃত্যু হয়েছিল দুই প্রাক্তন ছাত্রের। ঘটনার পর, 'পুলিশের গুলিতে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়েছিল', বলে অভিযোগ ওঠে। বলাইবাহুল্য তারপর এক লোকসভা গিয়ে আরেক লোকসভা নির্বাচন দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক এমন আবহেই, দাড়িভিট মামলায় (Darivit Case) ক্ষুব্ধ হলেন বিচারপতি। 'আদালতের নির্দেশের পরেও কেন হাজিরা দিলেন না মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি ? অন্য ক্ষেত্রে হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করত', মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajashekar Mantha)। সোমবার সকাল সাড়ে দশটায় হাজিরার নির্দেশ।
'রাজ্যের মুখ্যসচিব ভার্চুয়ালিও উপস্থিত থাকারও প্রয়োজন মনে করলেন না ? ওঁরা সব কিছুর ঊর্ধ্বে, কোনও কিছুকেই ভয় পান না আর আদালতকে তো না - ই, মন্তব্য বিচারপতির। অ্যাডভোকেট জেনারেলের আবেদনে দাড়িভিট মামলার নির্দেশে আংশিক পরিবর্তন আদালতের। আগামী সোমবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি-কে সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ভার্চুয়ালি হাজির থাকবেন তাঁরা।
২০১৮ সালের ২০ সেপ্টেম্বরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল রাজ্যের বুকে। শিক্ষক নিয়োগকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের দাঁড়িভিত হাইস্কুল চত্বরে। পুলিশ ও ছাত্রদের মধ্যে খণ্ডযুদ্ধে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। এরপর ওই পরিস্থিতিতেই প্রাণ হারিয়েছিলেন দুই প্রাক্তন ছাত্র।
এদিকে এতগুলি বছর পেরিয়ে গেলেও প্রথম থেকেই সিবিআই তদন্তে সরব ছিল মৃতের পরিবার। কিন্তু ঘটনার তদন্তভার সিআইডির হাতে দিয়েছিল রাজ্য সরকার। তবে সেই তদন্তে সন্তুষ্ট ছিল না নিহত প্রাক্তন ছাত্রের পরিবার। এমনকি মৃতদেহ দাহ না করে, সমাধিস্ত করা হয়েছিল নদীর পাড়ে। এহেন পরিস্থিতিতেই গত বছর মে মাসে, দাঁড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইোকর্ট।
আরও পড়ুন, সিনেমায় নামা উচিত, আত্মপ্রচার করতে ভালবাসেন প্রধানমন্ত্রী : মমতা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।