দার্জিলিং: জিটিএ-এর (GTA) ৪৫টি আসনের ভোটগণনা। পাহাড়ে খাতা খুলল তৃণমূল (TMC) কংগ্রেস। ডালি আসনে জয়ী বিনয় তামাঙ্গ (Binay Tamang)। সোনাদা আসনে জয়ী অনীত থাপার দল। জয়ী গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী অনোশ থাপা। রিম্বিকে এগিয়ে অনীত থাপার (Anit Thapa) দল। জিটিএ-র ৩৩ ও ৩৪  নম্বর আসনে জয়ী নির্দল প্রার্থী বিকাশ রাই ও অনুপ ছেত্রী। বিজনবাড়িতে এগিয়ে হামরো পার্টির প্রার্থী। 


বৃষ্টির জেরে গণনায় বিলম্ব: উত্তরবঙ্গ  জুড়ে প্রবল বৃষ্টি। তার জেরে জিটিএ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট গণনা কিছুটা বিলম্বে শুরু হয়েছে । দফায় দফায় বৃষ্টির কারণে কাউন্টিং এজেন্টরা ঠিক সময়ে গণনাকেন্দ্রে পৌঁছোতে দেরি হওয়ায় এই বিলম্ব বলে সূত্রের খবর। 


আজ GTA ও শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ। সেই সঙ্গে ফল প্রকাশিত হবে ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডের। গণনা পর্ব ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা তুঙ্গে। GTA-র ৪৫টি আসনের ভোটগণনা দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন। ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন এবং মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ ভাগ্যনির্ধারণ হতে চলেছে বিভিন্ন দলের প্রার্থীদের। 


রাজ্যের ৬ পুরসভার ৬টি ওয়ার্ডেও আজই ফল প্রকাশ। এর মধ্যে ঝালদা পুরসভার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নম্বর ওয়ার্ড যেমন রয়েছে, তেমনই রয়েছে পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নম্বর ওয়ার্ডও। 


এক দশক পর ভোট পাহাড়ে: ১০ বছর পর পাহাড়ে নির্বাচন (Election) হল। ৪৫ আসনের জিটিএতে (GTA) রবিবার, ২৬ জুন ভোট হয়। মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু দল এবার লড়াই করেনি ভোটে। ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে (Siliguri Mahakuma Parishad) ভোট হয়েছে। লড়াই ছিল চতুর্মুখী।


পাহাড়ে ভোটের আমেজ: এক দশক পর, রবিবার পাহাড়জুড়ে ভোট হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএর ৪৫টি আসনে নির্বাচন। তবে জিটিএ নির্বাচন নিয়ে আড়াআড়ি বিভক্ত হয়ে যায় রাজনৈতিক দলগুলি। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়াই করেনি গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। ৪৫ আসনের সবকটিতে প্রার্থী দিয়েছে, প্রথমবার লড়ে দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টি। তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৩৫টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে, দাবি অনীত থাপার। তৃণমূল ১০, সিপিএম ১১, কংগ্রেস ৫টি আসনে প্রার্থী দিয়েছে। জিটিএ নির্বাচনে মোট ভোটার ৭ লক্ষ ৩২৬ জন। 


মোট বুথ ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। নিরাপত্তার দায়িত্বে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী। জিটিএ-র ৪৫টির মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। সিপিএম ১২ ও কংগ্রেস ৫টি আসনে লড়ছে। দার্জিলিং সদর আসনে লড়েছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। ডালি আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন বিনয় তামাং। সিটং ও দার্জিলিং, এই ২টি আসনে লড়েছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা।


আরও পড়ুন: WB Poll Result Out 2022: পানিহাটিতে বিপুল ভোটে জয়ী নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত !