মোহন প্রসাদ, সনত্‍ ঝা ও ব্রতদীপ ভট্টাচার্য, দার্জিলিং ও কলকাতা: ঘোষিত হয়েছে জিটিএ নির্বাচন। আগামী ২৬ জুন GTA বোর্ড গঠনে ভোট হবে। তার আগে আজ, বুধবার থেকে অনশনে বসছেন বিমল গুরুঙ্গ। জিটিএ ভোটের বিরোধিতা করছেন তিনি। তার সঙ্গেই একাধিক দাবি নিয়ে অনশনের বসার সিদ্ধান্ত নিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। বিমলের সঙ্গে একই সুর শোনা গিয়েছে বিজেপির গলাতেও। জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে গেরুয়া শিবিরও। গোটা বিষয়ে কটাক্ষ করেছে তৃণমূল, সংগঠন না থাকায় ভোট এড়াতে চাইছে বিজেপি, দাবি রাজ্যের শাসক দলের।  


কোথায় দাঁড়িয়ে পাহাড়ের রাজনীতি:
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে প্রশাসন। ২৬ জুন ভোট হবে পাহাড়ে। কিন্তু GTA নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। একই সঙ্গে একই দাবিতে সুর চড়িয়েছেন বিমল গুরুঙ্গও। জিটিএ- ভোটের বিরোধিতায় বুধবার থেকে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ।  একসময়ে বিজেপির ঘনিষ্ঠ বিমল গুরুঙ্গ বেশ কিছুদিন আগেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়েছেন। সরে এসেছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বৃত্ত থেকে। কিন্তু জিটিএ নির্বাচন নিয়ে যেন ফের একই দিকে বিমল ও বিজেপি। তাহলে কি ২০২৪’র লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুঙ্গ? তৃণমূলের সঙ্গে কি গুরুঙ্গের দূরত্ব তৈরি হচ্ছে?


কী বলছে বিজেপি:
বিমল গুরুঙ্গের সঙ্গে কি কোনও কথা হয়েছে? এই প্রশ্নের জবাবে দার্জলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, 'না, এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনও কথা হয়নি। বিমল গুরুংই হোন বা অন্য কোনও নেতা বা পার্টি, যিনি গোর্খাদের জন্য ভাববেন, তিনি GTA-র বিরুদ্ধে থাকবেন, এটা আমি বলতে পারি। আর বিমল গুরুঙ্গকে নিয়ে প্রশ্নের উত্তরে আমি বলতে পারি, কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু তাও আমাদের এমন অনেক নেতা আছেন, ওনার থেকে অনেক ভাল, এটা আমি বলতে পারি।'


গুরুংয়ের দাবি:
বিমল গুরুঙ্গ বলেন,  'GTA-র বিরুদ্ধে এবং ৩৯৬টি মোর্চার অন্তর্ভুক্তির জন্য যে কথা দিয়েছিলাম, তা রাখার জন্য কাল অনশন করব। আমি এটা নিয়েই বলতে চাই যে, সরকার আমাদের জন্য, গোর্খা জনমুক্তি মোর্চার প্রতি কতটা লয়াল? আমরা যে জোটধর্ম পালন করেছি এবং এখনও করে চলেছি, তা কতটা লয়াল, এখনও পর্যন্ত তো দেখা যায়নি। কাল থেকে অনশনে যাচ্ছি।' গোটা বিষয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা গৌতম দেব বলেন, 'পাহাড়ে বিজেপির কিছুই নেই। কোনও সাংগঠনিক পরিকাঠামো নেই। তাই ভোটে যাবে না। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী জিটিএ তৈরি হয়েছিল। নির্বাচনটা সরকারের প্রক্রিয়া।'


মঙ্গলবার জিটিএ নির্বাচন নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসকের দফতরে সর্বদল বৈঠক করেন জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার। কিন্তু সেই বৈঠক বয়কট করেছে বিজেপি। বৈঠকে উপস্থিত হয়নি বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ-ও (GNLF)। যদিও ওই বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল, সিপিএম, হামরো পার্টি এবং অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। বৈঠকে যোগ দিলেও GTA নির্বাচনের বিরোধিতা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেছেন, 'আমরা GTA নির্বাচনে অংশগ্রহণ করব।' ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপার কটাক্ষ, 'যাঁরা বলছে ভোটে থাকবে না, তাঁরাও তো গিয়েছিল।'


জিটিএ 'লড়াই'
জিটিএ (GTA)-তে মোট ৪৫টি আসন রয়েছে। ২০১২ সালের ২৯ জুলাই প্রথম ও শেষবার ভোট হয় GTA-তে। ২০১৭ সালে জিটিএ-র মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন রাজ্য সরকারের বসানো প্রশাসক দিয়ে চলছে জিটিএ (GTA)।


আরও পড়ুন:  'চাকরি করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ ছিল' বিস্ফোরক SSC’র প্রাক্তন চেয়ারম্যান