মোহন প্রসাদ, দার্জিলিং: জিএনএলএফ (GNLF) ছেড়ে এবার নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন অজয় এডওয়ার্ড(Ajoy Edwards)। কোনও শিবিরের সঙ্গে যে যেতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। দলত্যাগী নেতাকে পাল্টা আক্রমণ করেছে জিএনএলএফ।


দলত্যাগী জিএনএলএফ নেতা অজয় এডওয়ার্ড জানিয়েছেন, নতুন দল গড়তে চলেছি। কালিম্পং, ডুয়ার্স যাব। সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।  


বৃহস্পতিবার নতুন দল ঘোষণা করতে চলেছেন অনীত থাপা। নতুন দল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন অনীতের প্রাক্তন সঙ্গী বিনয় তামাং। এবার পাহাড়ে আরও একটি আঞ্চলিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে।


কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না জিএনএলএফের দার্জিলিং মহকুমার সভাপতি অজয় এডওয়ার্ডের। রবিবার জিএনএলএফ ছাড়ার কথা জানিয়ে, নতুন দল তৈরির কথা জানান দার্জিলিঙের এই ব্যবসায়ী।অজয় এডওয়ার্ড বলেছেন, কারও সঙ্গে মিলব না, অনিত থাপার সঙ্গে আমার সম্পর্ক ভাল, কিন্তু ওর সঙ্গে থাকব না।


দলত্যাগী এডওয়ার্ডকে পাল্টা আক্রমণ করেছে জিএনএলএফ। দলের বিধায়ক ও সাধারণ সম্পাদক নীরজ জিম্বা বলেছেন এনজিও চালানো ও দল চালানোর কত ফারাক এবার বুঝবেন অজয়। তিনি আগেই সরে গিয়েছিলেন। যাঁর কোনও পদই নেই তিনি পদত্যাগ করবে কীভাবে।


এডওয়ার্ডের দল গঠনের সিদ্ধান্ত ঘিরে শোরগোল পড়েছে পাহাড়ে। পরিস্থিতির দিকে নজর রাখছে পাহাড়ের সব দল। দার্জিলিং (পাহাড়)তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরবাহাদুর খাওয়াস বলেছেন,  কোন দল ভাঙছে, কারা নতুন দল গড়ছে, এই নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই,। সংগঠন বাড়ানোর দিকে আমরা নজর দিয়েছে, তিন-চার মাসে পাহাড়ে জোড়াফুল ফুটবে।


গুরুঙ্গপন্থী মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, পাহাড়ে অনেক দল তৈরি হচ্ছে, এডওয়ার্ড দল করতেই পারে, দেখছি কী হতে চলেছে।


গোর্খা লিগ, জিএনএলএফ থেকে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাদের দাবিকে সামনে রেখে নানা সময়ে পাহাড়ে গঠিত হয়েছে আঞ্চলিক দল। সেই তালিকায় জুড়তে চলেছে আরও কয়েকটি নাম।