নয়াদিল্লি: প্রতিযোগীরা একের পর এক কমপ্যাক্ট এসইউভি লঞ্চ করে চলেছ। অথচ যার হাত ধরে দেশে সাব ফোর মিটার এসইউভির অভিষেক, ভারতের গাড়ি বাজারে দেখা নেই সেই ফোর্ডের। শোনা যাচ্ছে, এবার Ford EcoSport facelift নিয়ে ফের মার্কেটে ফিরছে আমেরিকান কোম্পানি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফের ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে গাড়ি। 


ডিজাইন বদলাচ্ছে Ford EcoSport facelift-এর
২০২১ সালে ফোর্ড ইকোস্পোর্টের সবথেকে বেশি যে পরিবর্তন চোখে পড়বে তা হল গ্রিল। রেডিয়েটর গ্রিলে এবার ক্রোম গার্নিস দিয়েছে কোম্পানি। বদলে ফেলা হয়েছে ফ্রন্ট বাম্বার ও ফগ ল্যাম্পস। সঙ্গে নতুন এল শেপ ডে টাইম রানিং লাইটস দিচ্ছে কোম্পানি।আরও বড় পরিবর্তন দেখা যেতে পারে গাড়ির চাকার অ্যালোয় হুইল কভার ও টেইল লাইটে।


কেমন হবে -এর কেবিন ? 
নতুন ফেসলিফ্ট ভার্সনে বদলে যেতে চলেছে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম। নতুন করে ফুল ব্ল্যাক ইন্টিরিয়ার কেবিনে দিতে পারে কোম্পানি। বাইরের রঙের সঙ্গে ভিতরে দেওয়া হতে পারে কিছু কালার ইনপুটস। তবে কেবিন ডুয়েল কালারও দিতে পারে ফোর্ড।


ইঞ্জিন কি একই থাকছে গাড়ির ?
আগের ইকোস্পোর্টের মতোই একই ইঞ্জিন রাখা হবে গাড়িতে। সূত্রের খবর , ১.৫ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া হবেFord EcoSport facelift-এ। সঙ্গে থাকছে ১.৫ লিটার অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিনের সুবিধা। ডিজেল ইঞ্জিন ১০০ হর্স পাওয়ার দিলেও পেট্রল ইঞ্জিন ১২৩ হর্স পাওয়ার দেবে। শোনা যাচ্ছে, আগের মতো ১.২ লিটারের এম স্টালিওন পেট্রেল ইঞ্জিনও দেওয়া হতে পারে গাড়িতে।


গাড়ির ট্রান্সমিশন
আগের মতোই ফোর্ড ইকোস্পোর্ট ফেসলিফটে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। তবে পেট্রেল মোটরে ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন দেবে কোম্পানি। আগের মতোই একই ট্রান্সমিশন থাকার সম্ভাবনা বেশি গাড়িতে।


ফোর্ড ইকোস্পোর্ট ফেসলিফটের প্রতিযোগী
বর্তমান বাজারে ফোর্ড ইকোস্পোর্ট ফেসলিফটের বহু প্রতিযোগী তৈরি হয়েছে বাজারে।যাদের মধ্যে রয়েছে Tata Nexon, Maruti Suzuki Vitara Brezza, Kia Sonet, Hyundai Venue, Nissan Magnite, Toyota Urban Cruiser ছাড়াও Renault Kiger।


আরও পড়ুন : Mahindra XUV700 Javelin Edition: অলিম্পিক্সে সোনাজয়ীদের কুর্নিশ, XUV700-র জ্যাভলিন এডিশন আনছে মহিন্দ্রা