উমেশ তামাঙ্গ, কালিম্পং : পাহাড়ে পর্যটনের বিকাশে গ্রামবাসীদের উদ্যোগ। কালিম্পংয়ের (Kalimpong) সামথার গ্রামে নিজেদের উদ্যোগে লেক সংস্কার করলেন এলাকার বাসিন্দারা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। 


নির্জন পাহাড়ি গ্রামে শান্ত এক লেক। তার মাথার ওপরে নীল আকাশ। আর সেই আকাশের বুকে জেগে রয়েছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। লেকের জলে ঝলমল করছে পাহাড় আর গাছের প্রতিবিম্ব। এককথায় মনোরম দৃশ্য কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম সামথারের (Samthar)। পাহাড়ের পর্যটনে অফবিট ডেস্টিনেশন হিসেবে এখন বেশ পরিচিত এই নাম। সামথারকে আরও আকর্ষণীয় করে তুলতে, পাহাড়ি গ্রামের বাসিন্দারা নিজেরাই প্রাকৃতিক লেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যাতে আরও বেশি করে পর্যটকদের আনা যায়। গ্রামবাসীদের উদ্যোগে খুশি স্থানীয় বিধায়ক রুদেন লেপচা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 


কীভাবে যাবেন সামথার -


শিলিগুড়ি (Siliguri) থেকে কালিম্পংয়ের সামথার যাওয়ার রাস্তা দুটি। একটি কালিঝোরা ড্যামের ওপর দিয়ে। আরেকটি রুট হল ২৭ মাইল ড্যামের ওপর দিয়ে। সামথার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরেই রয়েছে পানবু ভিউ পয়েন্ট (Panbu View Point), যেখান থেকে পাহাড়, তরাই, তিস্তা, যেখান থেকে সব দেখা যায়। 


দেখে নিন- পাহাড়ে অপূর্ব রঙের খেলা, তিস্তার নয়নাভিরাম দৃশ্য, পাহাড়ের শান্তি, ঘুরে আসুন পানবু ভিউ পয়েন্ট



পর্যটকদের হাতছানি বজায় রাখতে লেক সংস্কারে নামে গ্রামবাসীরা জানিয়েছেন, আমরা স্থানীয়রা মিলে লেক সংস্কারের কাজ করছি। আমরা চাই সামথার লেককে ট্যুরিস্ট স্পট বানানো হোক। তাদের কথায়, এই লেকে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখা যায় খুব ভাল। পর্যটকদের খুব ভাল লাগবে। এদিকে, কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা জানিয়েছেন, 'স্থানীয়রা যে কাজ করেছেন, তাতে আমি খুশি। আমারও কর্তব্য তাঁদের কাজে সাহায্য করা। আমি তাঁদের সাহায্য করতে তৈরি। সামথার লেকের ওখানে ট্যুরিজমের সম্ভাবনা আছে।'