টোকিও: প্যারালিম্পিক্সে শনিবার ভাগ্যপরীক্ষা এক ঝাঁক ভারতীয় অ্যাথলিটের। প্যারালিম্পিক্স টেবিল টেনিসে ভারতের ভাবিনাবেন হাসমুখভাই পটেলের জয়যাত্রা চলছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষকে ৩-০ গেমে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।


প্যারালিম্পিক্স টেবিল টেনিসের ক্লাস ফোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে সার্বিয়ার বোরিস্লাভা র‌্যাঙ্কোভিচ পেরিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। তাঁকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় প্যাডলার। ১১-৫, ১১-৬, ১১-৭ গেমে উড়িয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভাবিনাবেন। সেই সঙ্গে নিশ্চিত করে ফেলেছেন পদকও।


শুক্রবার প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে টেবল টেনিসের শেষ চারে উঠে ইতিহাস গড়লেন ভাবিনাবেন। সেমিফাইনালে জয় পেলে সোনা জয়ের সুযোগ থাকবে ভাবিনার সামনে।


 

জেনে নিন শনিবার কার কখন খেলা


সকাল ৬.১০ - টেবিল টেনিস - মহিলা সিঙ্গলসের ক্লাস ফোর ম্যাচে ভাবিনাবেন পটেল বনাম এম ঝাং


দুপুর ৩.৩০ - অ্যাথলেটিক্স - পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৫৭ - ফাইনালে নামবেন আর ভারতী


সকাল ৬.৩৮ - তিরন্দাজি - পুরুষদের কম্পাউন্ড ১/১৬ এলিমিনেশন রাউন্ড - এস এস স্বামী (ভারত) বনাম এম স্টুটজম্যান (মার্কিন যুক্তরাষ্ট্র)


সকাল ৮.৫২ - তিরন্দাজি - পুরুষদের কম্পাউন্ড ১/১৬ এলিমিনেশন রাউন্ড - আর কুমার (ভারত) বনাম প্রতিপক্ষ (এখনও চূড়ান্ত হয়নি)


ভোর ৩ - ট্রায়াথলনে পুরুষদের ব্যক্তিগত বিভাগের পিটিএস ফোর - ফাইনাল


ভোর ৩.০১ - ট্রায়াথলনে মহিলাদের ব্যক্তিগত বিভাগের পিটিএস ফোর - ফাইনাল


সকাল ৬ - অ্যাথলেটিক্স - মহিলাদের ডিসকাস থ্রো এফ ৫৭ - ফাইনাল


ভোর ৫.৩০ - টেবিল টেনিস - পুরুষদের সিঙ্গলসের ক্লাস ফোর - সেমিফাইনাল


সকাল ৭.৩০ - ভারোত্তোলন - পুরুষদের ৭২ কেজি বিভাগ - ফাইনাল


সকাল ৭.৩৮ - ট্র্যাক সাইক্লিং - পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়াল বি - ফাইনাল


সকাল ৮ - হুইলচেয়ার রাগবি - মিক্সড টুর্নামেন্ট - ফাইনাল পর্ব