দার্জিলিং: জিটিএ নির্বাচনের বিরোধিতায় দার্জিলিঙে (Darjeeling) অনশন করছেন মোর্চা নেতা বিমল গুরুঙ্গ (Bimal Gurung)। রবিবার গুরুঙ্গের সঙ্গে দেখা করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত (Raju Bisht)। বিমল গুরুঙ্গকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। বিমল গুরুঙ্গের সঙ্গে দেখা করেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও (John Barla)।
বিজেপির অনুরোধ:
এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বলেন, 'কেন্দ্র গোর্খাদের উন্নয়নের জন্য কাজ হয়েছে। মানবতার জন্য, ওঁর ছোট ভাই হিসেবে গুরুঙ্গের সঙ্গে দেখা করছি। তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কাজ করবে না। আমাদের যদি ন্যায় কেউ দিতে পারে, তা একমাত্র ভারত সরকার দিতে পারে।' বিজেপি সাংসদ জন বার্লা বলেন, 'ওঁর শরীর খারাপ হচ্ছে। আপনার স্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আপনি অনশন তুলে নিন।'
তৃণমূলের পাল্টা:
জিটিএ (GTA) ভোট নিয়ে গুরুঙ্গ ও বিজেপির দাবিকে আমলই দিতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, '১১ বছর ধরে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী। ৭৬টি প্রকল্প পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জিটিএ নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১০টি আসনে লড়াই করবে। পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন।'
কোথায় দাঁড়িয়ে পাহাড়ের রাজনীতি:
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ (GTA) ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে প্রশাসন। ২৬ জুন ভোট হবে পাহাড়ে। কিন্তু GTA নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। একই সঙ্গে একই দাবিতে সুর চড়িয়েছেন বিমল গুরুঙ্গও। জিটিএ- ভোটের বিরোধিতায় গত বুধবার থেকে অনশনে বসেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। একসময়ে বিজেপির ঘনিষ্ঠ বিমল গুরুঙ্গ বেশ কিছুদিন আগেই তৃণমূলের ঘনিষ্ঠ হয়েছেন। সরে এসেছেন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বৃত্ত থেকে। কিন্তু জিটিএ নির্বাচন নিয়ে যেন ফের একই দিকে বিমল ও বিজেপি। তাহলে কি ২০২৪’র লোকসভা ভোটের আগে ফের কাছাকাছি আসছে বিজেপি ও বিমল গুরুঙ্গ? তৃণমূলের সঙ্গে কি গুরুঙ্গের দূরত্ব তৈরি হচ্ছে?
আরও পড়ুন: 'একজন সাংসদ সীমা অতিক্রম করেছেন', রাজ্যপালের নিশানা কি অভিষেক?