শিলিগুড়ি: ফের শাসক দল-রাজ্যপাল সংঘাত। এবার এসএসসি (SSC) দুর্নীতির অভিযোগ এবং বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা রাজ্যপালের (Governor)। বিচারব্যবস্থার একাংশকে নিশানা করার অভিযোগে রাজ্যপাল জগদীর ধনখড়ের (Jagdeep Dhankhar) তোপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhayay)। শিলিগুড়িতে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদের কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের:
রাজ্যপাল বলেন, 'একজন সাংসদ তাঁর যাবতীয় সীমা অতিক্রম করেছেন। রাজ্যের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে।' তাঁর তোপ, 'বিচারব্যবস্থাকে আক্রমণ আশঙ্কাজনক। যে বিচারপতি এসএসসিতে সিবিআই-নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ নিন্দনীয়।' এই বিষয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, 'আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মুখ্যসচিবকে বলছি, গতকাল যা হয়েছে, সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।'
কী বলেছিলেন অভিষেক:
শনিবার হলদিয়ায় (Haldia) সভা ছিল তৃণমূলের(TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই এসএসসি দুর্নীতির অভিযোগে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় তিনি বলেন, "আমার বলতে বলতেও আজ লজ্জা লাগে, যে বিচারব্যবস্থার এক জন-দু'জন এমন রয়েছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে কাজ করছেন। এক শতাংশ এমন আছেন, যাঁরা তল্পি বাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু'হাজার বার এই কথা বলব।" অভিষেক আরও বলেন, "খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন! আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে পারেন না আপনি।"
এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কড়া সমালোচনা শুরু হয়। মুখ খোলে বিরোধী দলগুলি। এরপর রবিবার সমালোচনা শোনা গেল রাজ্যপালের মুখে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান স্ত্রী, ৭ মাস ধরে টাকা ঢুকছে টোটো চালকের অ্যাকাউন্টেও!