আশাবুল হোসেন, দার্জিলিং : পাহাড়ের রাজনীতিতে কি নতুন সমীকরণ ? দার্জিলিঙে (darjeeling) মুখ্যমন্ত্রীর (CM mamata banerjee) সঙ্গে জিটিএ নির্বাচন নিয়ে এদিন বৈঠক সারে সেখানকার সমস্ত রাজনৈতিক দল। আলাদা করে প্রত্যেক দলের সঙ্গেও হয় বৈঠক। সেখানেই পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা (gorkha janamukti morcha)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে বৈঠকের পরে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি যে কথা জানান। পাশাপাশি বাংলার মধ্যে থেকেই উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসন চায় মোর্চা।


প্রথমে অনিত থাপার (anit thapa) ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চার সঙ্গে আলোচনার পর গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। যেখানে রোশন গিরি (roshan giri) সহ চারজন নেতা মুখ্যমন্ত্রীর কাছে তাদের পৃথক রাজ্যের দাবি প্রত্যাহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের প্রসঙ্গ জানায়। বিজেপির সঙ্গে জোটের সময় পৃথক রাজ্যের দাবি জোরালোভাবে পেশ করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের মুখ্যমন্ত্রীর কাছে রাখা প্রস্তাবের ভিত্তিতে তা নিয়ে জানতে চাওয়া হলে রোশন গিরি বলেছেন, বিজেপির সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। বিজেপি আমাদের ঠকিয়েছে।


এদিকে পাহাড়ের একাধিক দলই অবিলম্বে জিটিএ নির্বাচন (GTA Election) চান বলেই মুখ্যমন্ত্রীর কাছে জানান অনিত থাপার ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা। যদিও রোশন গিরির নেতৃত্বে গোর্খা জনমুক্তি মোর্চা নির্বাচনের আগে গোটা পরিস্থিতির রাজনৈতিক সমাধান দাবি করেছে। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরে বলেন, 'শুধু রোশন গিরি-র দল জিটিএ নির্বাচন নিয়ে অন্য কথা বলছে। আশা করি ২-৩ মাসের মধ্যে নির্বাচন হবে।’


জিটিএ নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেন, 'দার্জিলিংয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য বারবার চিঠি লিখেছি কেন্দ্রকে। দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছি।' পাশাপাশি মুখ্যমন্ত্রী পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশে জানান, ‘দার্জিলিংয়ের উন্নয়নের জন্য সাহায্য করবে রাজ্য।’


আরও পড়ুন- পাহাড় সফরে মমতা, নির্বাচন নিয়ে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা