বাচ্চু দাস, শিলিগুড়ি : শিলিগুড়িতে (Siliguri) যুব তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম জয়ব্রত মুখুটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri District Hospital) ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল (TMC) নেতার ওপর হামলার কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।


পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে জেলায় জেলায় সন্ত্রাস। ১৬ দিনে রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই এবার শিলিগুড়িতে যুব তৃণমূলের নেতাকে খুনের চেষ্টা। হাসপাতালের ভর্তি জয়ব্রত মুখুটি। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি তিনি।


পুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ সেবক রোডে খাবারের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে বচসায় জড়ান যুব তৃণমূল নেতা। অভিযোগ, বচসা চলাকালীন তাঁর পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম জয়ব্রতকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুব নেতাকে হাসপাতালে দেখতে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।


কিন্তু হামলার নেপথ্যে কী কারণ ? রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতা ? খতিয়ে দেখছে পানিট্যাঙ্কির ফাঁড়ির পুলিশ। 


আরও পড়ুন- ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রীর


প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একারে পর এক কোপ মেরে ভয়াবহ খুনের ঘটনা ঘটেছিল শিলিগুড়িতে (Siliguri)। জানা যায়, শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যবসায়ী যুবককে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বছর আঠাশের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম স্বপন বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police Station)।


যার কিছুদিন আগেই কলকাতার এন্টালিতে এমন ঘটনা ঘটেছিল। গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালান হয় এক যুবকের ওপর। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ মারা হয়। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বছরের নভেম্বরে কলকাতার সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত।