Flipkart Offer on iPhone: আইফোনের (iPhone) দামে দুর্দান্ত অফার দিচ্ছে ফ্লিপকার্ট (Flipkart)। ভারতের জনপ্রিয় এই ই-কমার্স সংস্থার ওয়েবসাইট থেকে আইফোন ১২ (iPhone 12), আইফোন ১৩ (iPhone 13) এবং আইফোন ১৪ (iPhone 14) কেনা যাবে আসলের থেকে অনেকটাই কম দামে। একনজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে কোন আইফোনের বর্তমান দাম কত।


আইফোন ১৩


ফ্লিপকার্টে বর্তমানে আইফোন ১৩-র দাম ধার্য রয়েছে ৫৮,৪৯৯ টাকা। ক্রেতারা এই ফোন ৫৭,৪৯৯ টাকাতেও কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে ক্রেতাদের আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ফোন কিনতে হবে। এই কার্ড না থাকলেও ব্যাপক ছাড় পাবেন ক্রেতারা। অ্যাপেল কর্তৃপক্ষ তাদের স্টোরে আইফোন ১৩ বিক্রি করছে ৬৯,৯০০ টাকায়। অর্থাৎ ফ্লিপকার্টে ক্রেতারা ১১,৪০১ টাকা ছাড় পাবেন। নিঃসন্দেহে এর ফলে সাশ্রয় হবে ক্রেতাদের।


 আইফোন ১৪


যদি ফোন কেনার জন্য এক লক্ষ টাকার বেশি খরচ করতে পারেন তাহলে ফ্লিপকার্টের এই ডিলে আপনি আইফোন ১৪ প্রো মডেলও কিনতে পারবেন। এই ৫জি আইফোন ভারতে লঞ্চ হয়েছিল ১,২৯,৯০০ টাকায়। তবে ফ্লিপকার্টে ক্রেতারা এই ফোন ১,১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ক্রেতারা ৯৯০১ টাকা ছাড় পেতে পারেন। ১২৮ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে এই ছাড়প্রাপ্ত দাম ধার্য হয়েছে। এর পাশাপাশি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরও ৩০০০ টাকা ছাড় রয়েছে। তার ফলে ফোনের দাম কমে হবে ১,১৬,৯৯৯ টাকা। 


শোনা যাচ্ছে, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১২- র দামেও ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট।


Vivo Vs Oppo


নতুন ফোন কিনবেন ভাবছেন? এই মুহূর্তে ভারতের বাজারে পাওয়া যাচ্ছে দুটো দারুণ স্মার্টফোন যার দাম ২০ হাজার টাকার কম। একনজরে তাহলে এই দুই ফোনের খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক। ভিভো ওয়াই৩৬ ৫জি (Vivo Y36 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে গত ২০ জুন। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে জানুয়ারি মাসে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও ৭০০ প্রসেসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।


ভিভো ওয়াই সিরিজের ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। Meteor Black এবং Vibrant Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৬ ৫জি ফোন। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পোর এই ফোন। দুটো ফোনেরই একটি করে ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছে। র‍্যাম এবং স্টোরেজের রয়েছে মিল। এছাড়াও এই দুই ফোনে একই ধরনের ব্যাটারিও রয়েছে। কিন্তু ওপ্পোর ফোনের দাম ভিভোর ফোনের তুলনায় ২০০০ টাকা বেশি।


আরও পড়ুন- চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?