মোহন প্রসাদ, দার্জিলিং: গাড়ি ভাড়ার নির্দিষ্ট কোনও তালিকাই হয়নি ১২ বছর। তার জেরে দার্জিলিংয়ে (Darjeeling) পর্যটক থেকে গাড়ি চালক, স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। একই রুটে এক একরকম ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে গাড়িচালকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রশাসন গাড়ি ভাড়া নির্দিষ্ট করুক, দাবি সকলের।


দার্জিলিং (Darjeeling) থেকে শিলিগুড়ি (Siliguri)। শেয়ার গাড়িতে মাথা পিছু কেউ ভাড়া হাঁকছেন ২৫০, কেউ ৩০০। কেউ আবার ভাড়া বলছেন ৩৫০। উপায় না থাকায় সেই ভাড়া গুণেই যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক, সবাইকে। দীর্ঘ লকডাউনের পর করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। 


যদিও, গত কয়েকমাসে আবার দফায় দফায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে দার্জিলিঙে (Darjeeling) শেয়ার গাড়ির ভাড়া বেড়ে গিয়েছে অলিখিতভাবে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ভাড়া ঠিক করুক প্রশাসন, চাইছেন সকলেই।


এক পর্যটক বলছেন, এনজেপি (NJP)-দার্জিলিং (Darjeeling) আগে ২০০ নিচ্ছিল। এখন ৩০০-৩৫০ নিচ্ছে। একটু বেড়েছে। চালক মহাসঙ্ঘের প্রেসিডেন্ট তিলক গুরুঙ্গের কথায়, কার্শিয়ং থেকে শিলিগুড়ি থেকে ১৫০ ভাড়া নিচ্ছে। তেলের দাম বেড়েছে। মেনটেন্স খরচ গাড়ির। ভাড়া বাড়াতে। নতুন ভাড়া ঠিক করুক। বেআইনি জেনেও করছি। দার্জিলিং RTO- সূত্রে খবর, ২০০৮ সালে শেষ বার ভাড়ার তালিকা তৈরি হয়েছিল। 


দফতরের আধিকারিক সোনম শেরিং লেপচা জানিয়েছেন,ভাড়া সংশোধন করে নতুন তালিকা তৈরির জন্য তিনি ইতিমধ্যেই ওপরতলায় জানিয়েছেন। কিন্তু, এখনও তা চূড়ান্ত হয়নি! এই পরিস্থিতিতে প্রশাসনিকস্তরে ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হলে, তবেই সমস্যার সমধান হবে মনে করছেন চালক থেকে ট্যুর অপারেটররা।


দার্জিলিং-শিলিগুড়ি রুট চালক বলছেন, পেট্রোলের দাম বেড়েছে। গাড়ির রক্ষণাবেক্ষণ। পুরো যাত্রী হয় না। শিলিগুড়ি-দার্জিলিং ২০০টাকাতে এখনও যাচ্ছি। এটা বাড়ার দরকার। দার্জিলিং-এর ট্যুর অপারেটর প্রদীপ লামার কথায়, দুর্গাপুজোর পর পর্যটক এসেছে। অনেকেই ভাড়া বেশি নিচ্ছে। প্রশাসন নির্দিষ্ট তালিকা তৈরি করুক। এই পরিস্থিতিতে গাড়ি ভাড়া সংশোধন ও নতুন তালিকা তৈরির দাবিতে ২৯ নভেম্বর দার্জিলিং মোড়ে মিছিলের ডাক দিয়েছে তরাই চালক সংগঠন।