সনত্‍ ঝা, দার্জিলিং: দুর্নীতির (Corruption) অভিযোগ এবং দ্রুত নিয়োগের দাবিতে পথে নামলেন উত্তরবঙ্গের (North Bengal) ২০১৪ সালের টেট (TET) উত্তীর্ণরা। শিলিগুড়িতে (Siliguri) শুক্রবার উত্তরকন্যা অভিযান করেন তাঁরা। যদিও মাঝপথেই তাঁদের রাস্তা আটকায় পুলিশ। যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 


শিলিগুড়িতে আন্দোলন টেট উত্তীর্ণদের


নিয়োগে পুরনো জট কাটানোর উদ্যোগের পাশাপাশি, বৃহস্পতিবারই নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই শিলিগুড়িতে আন্দোলনে নামলেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের উত্তরকন্যা অভিযান ঘিরে ছড়িয়ে পড়ল ব্যাপক উত্তেজনা। 


২০১৪-র প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এবং স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল টেট উত্তীর্ণদের একাংশ। সেইমতো এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ জন চাকরীপ্রার্থী জড়ো হন। বেলা ১২টা নাগাদ, ফুলবাড়ি থেকে উত্তরকন্যার উদ্দেশে শুরু হয় মিছিল। কিন্তু মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে শুরুতে রাস্তাতেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। 


বাধা দেওয়ার পর আন্দোলনকারীদের রাস্তা থেকে তোলার চেষ্টা পুলিশের


এরপর শুরু হয় স্লোগান। এরপর পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে বচসা শুরু হয়। শেষে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়। কিন্তু আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের দাবি, 'লাগাতার আন্দোলন চলবে।'


আরও পড়ুন: Jalpaiguri News: তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের


চাকরির দাবিতে রাস্তায় টেট উত্তীর্ণরা। তাই নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানউতোর। দ্রুত নিয়োগ না হলে, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে চাকরিপ্রার্থীরা। 


প্রসঙ্গত, নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কথা জানানো হয় গত ৫ মে। দ্রুত প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানায় স্কুল সার্ভিস কমিশন। শূন্য পদ, পরীক্ষার তারিখ জানানো হবে বিজ্ঞপ্তিতে। নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দেয় এসএসসি