সনৎ ঝা, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchenjunga Stadium) চলল পাড়ায় শিক্ষালয় (Paray Shikshalaya)। দীর্ঘদিন পরে একসঙ্গে ক্লাস করতে পেরে খুশি শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রীরা। যদিও এখানে যেভাবে পঠন পাঠন চলছে, তাতে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তবে অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ।


সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় প্রকল্প। বহুদিন পরে আবার একসঙ্গে ক্লাস করছে পড়ুয়ারা। কোথাও স্কুলের মাঠে, তো কোথাও খোলা প্রাঙ্গনে হচ্ছে পাঠদান। পাড়ায় শিক্ষালয় চলছে স্টেডিয়ামেও। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খোলা আকাশের নীচে চলছে শিক্ষাদান।


গ্যালারিতে বসে ক্লাস করছে শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রীরা। বহুদিন পর বন্ধুদের মোবাইল বা ল্যাপটপের পর্দায় নয়, পাশে পেয়েছে ছাত্রীরা। ফলে স্বাভাবিক ভাবেই বেশ উত্তেজিত ও আনন্দিত তাঁরা। স্কুল বেঞ্চ না হোক, স্টেডিয়ামই সই। অন্তত স্বাভাবিক ছন্দের খানিক কাছে তো পৌঁছনো যাচ্ছে। তাতেই আনন্দিত পড়ুয়ারা।


তবে এভাবে ক্লাস করানোর সিদ্ধান্তে খুশি নয় অভিভাবকদের একাংশ। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করছে, ছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রয়েছে তাদের।


আরও পড়ুন: Kolkata News: বাস থেকে নামতে গিয়ে আঘাত, তা থেকে ১০ কেজির টিউমার, জটিল অস্ত্রোপচারে বার করা হল মহিলার শরীর থেকে


শিলিগুড়ি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, 'চিন্তার কোনও কারণ নেই। স্টেডিয়ামের মধ্যে ক্লাস হচ্ছে। সেই জায়গা একেবারেই নিরাপদ। সেখানে ছাত্রীদের প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।' তবে অভিভাবকরা অখুশি হলেও, অনেকদিন পরে সহপাঠীদের সঙ্গে দেখা করে আহ্লাদে আটখানা পড়ুয়ারা।


অন্যদিকে পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে গতকাল সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। পাড়ায় শিক্ষালয় শুরু হয় বীরভূমের সিউড়িতে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাঠে চলে সিউড়ি হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। হয় খেলা, পড়া, পিটি সবই। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। সিউড়িতে খোলা আকাশের নিচে গাছ তলায় শুরু হয় ক্লাস।