সনত্‍ ঝা, দার্জিলিং: লক্ষ্য নিরন্নের মুখে খাবার তুলে দেওয়া। স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় খাদ্য-সামগ্রী বিলি করলেন রবিনহুড আর্মির সদস্যরা। রোহিনীর একটি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন বিলি করা হয়। 


লড়াই খিদের বিরুদ্ধে :স্বাধীনতার ৭৫ বছর পূর্তি! ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় দেশ। কিন্তু, ওদের লড়াই আজও চলছে। লড়াই খিদের বিরুদ্ধে! অনেকের পাতে যখন খাবার পড়ে থাকে, তখন বহু মানুষের আজও খাবার জোটেনা! সেই সব নিরন্নের মুখে খাবার তুলে দেওয়াই লক্ষ্য রবিনহুড আর্মির!


দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা। শিলিগুড়ির মাটিগাড়ায় লেনিন কলোনির পর। সোমবার স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় পৌঁছে যান রবিনহুড আর্মির সদস্যরা। পতাকা উত্তোলনে পাশাপাশি। স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল চাল-ডাল-সয়াবিন-সহ বিভিন্ন খাদ্য-সামগ্রী। 


শিশুদের জন্য দেওয়া হয় দুধ-বিস্কুট-কেক! স্বাধীনতা দিবসের সকালে, রোহিনীর একটি বেসরকারি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন দেয় রবিনহুড আর্মি। ২০১৪ সালে, শুরু হয় রবিন হুড আর্মির পথ চলা। তারপর, তাদের সংগঠন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। 


শহর জুড়ে সাড়ম্বরে পালিত ৭৬ তম স্বাধীনতা দিবস৷ রেড রোডে লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।



৭৬-তম স্বাধীনতা দিবস। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল এই দিন। ২ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে ৭৬ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



হেলিকপ্টার থেকে করা হয় পুষ্পবৃষ্টি। লোকশিল্পীদের অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে আদিবাসী নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। যোগ দেন মন্ত্রী বীরবাহা হাঁসদাও।এদিন, মেয়ো রোডে গান্ধী মূর্তি ও ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল লা গণেশন। মহাকরণে পতাকা উত্তোলন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 



কলকাতা হাইকোর্টে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মুরলীধর সেন লেনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন রাজ্য বিজেপির সভাপতি। এরপর, বেহালায় মিছিল করেন সুকান্ত মজুমদার। আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিমান বসু। 


প্রদেশ কংগ্রেস দফতরে পতাকা উত্তোলনের পর সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল করে কংগ্রেস।  বিজেপির মহিলা মোর্চার তরফে জলপথেও তেরঙ্গা যাত্রা করা হয়, রেলের তরফেও পতাকা উত্তোলন করা হয়। 


CAB অফিসে পতাকা উত্তোলন করেন অভিষেক ডালমিয়া। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি নিজের বেহালার অফিসে পতাকা উত্তোলন করেন সৌরভ। বেলেঘাটা গান্ধী আশ্রমেও স্বাড়ম্বরে পালিত হয় ৭৬তম স্বাধীনতা দিবস।