হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।


সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।


পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।






জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা। যার মধ্যে প্রথম ম্যাচ ১৬ অগাস্ট, হারারেতে। তার আগে জোর কদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি।


সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। সিএবি-তেও মহা আড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। গোটা ইডেন গার্ডেন্স সেজে উঠেছে তেরঙার রংয়ে। সকালে ক্লাব হাউস চত্বরে পতাকা উত্তোলন করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সিএবি-র সমস্ত শীর্ষ কর্তাও ছিলেন।


তার আগে সোমবার সকালে বেহালার বীরেন রায় রোডে নিজের অফিসের বাইরেও পতাকা উত্তোলন করেন সৌরভ। জাতীয় ডাক বিভাগ থেকে সৌরভের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। সৌরভ জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর প্রত্যেক ভারতীয়র কাছে বিরাট এক মুহূর্ত। সামনেই এশিয়া কাপ। সৌরভ বলেন, 'এখনও ২ সপ্তাহ সময় রয়েছে। ভারত ভাল দল। এশিয়া কাপে ভালই করবে।'


আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা