সনৎ ঝা, দার্জিলিং: সব ঠিক থাকলে সামনের বছরেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ফের প্রকাশ্য়ে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। এবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলায়। শিলিগুড়ি সাংগঠনিক জেলার নতুন সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের একাংশের। সেই ক্ষোভের কথা জানিয়ে জেলার সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ বিধায়ক দুর্গা মুর্মুর। পদত্যাগ করেছেন আরও ৩১ জন বিজেপি পদাধিকারী। অরুণ মণ্ডলকে দায়িত্ব দেওয়ার পরেই গোলমাল শুরু হয়।


সাংগঠনিক রদবদল নিয়ে বারবার সামনে আসছে বিজেপির অভ্যন্তরে দলীয় অসন্তোষ। এবার শিলিগুড়িতে (Siliguri) বিজেপির জেলা কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করলেন ৩০ জন। পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক মণ্ডল সভাপতিও। পঞ্চায়েত ভোট মিটতেই শিলিগুড়িতে সামনে চলে এল বিজেপির অন্দরের বিবাদ। সূত্রের খবর, সম্প্রতি মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মনকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে, সেই জায়গায় আনা হয় অরুণ মণ্ডলকে। ২০১৪ সালে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া অরুণ মণ্ডল বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ রাজু বিস্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। 


দলীয় সূত্রে খবর, সম্প্রতি এই দুজনের সঙ্গেই বিধায়ক আনন্দ বর্মনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এর মধ্যেই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় আনন্দ বর্মনকে। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দ বর্মন বলেন, 'এটা একটা মিউজিক্যাল চেয়ার। এটা তো আর তৃণমূল বা কংগ্রেস নয়, যে চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে! আমাকে তাড়ায়নি, আমার পদ পরিবর্তন হয়েছে।'


এই আনন্দ বর্মনকে সরিয়ে সিপিএম থেকে আসা অরুণ মণ্ডলকে জেলা সভাপতির পদে বসাতেই শিলিগুড়িতে কার্যত বিদ্রোহ শুরু হয় বিজেপির অন্দরে। ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ অন্তত ৩০ জন বিজেপির জেলা কমিটি থেকে সরে যান। দল না ছাড়লেও পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক মণ্ডল সভাপতিও। 


আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, 'চলতি সপ্তাহেই আমি শিলিগুড়ি যাচ্ছি। বসে কথা বলব। কী সমস্যা জানব। আশা করি আলোচনায় মিটিয়ে নেওয়া যাবে।'


তৃণমূলের কটাক্ষ:
গোটা ঘটনায় বিজেপির দিকে কটক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, 'শিলিগুড়ির মতো ঘটনা আরও বাড়বে। সুকান্ত আগে ওদিকে নজর দিক।'


উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা তো বটেই, গত বিধানসভাতেও মোটের উপর ভাল ফল করেছিল বিজেপি। যদিও সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এবার সেখানেই সামনে এল বিজেপির গোষ্ঠীবিবাদ। 


আরও পড়ুন: হস্টেলে ছাত্রমৃত্যু-কাণ্ডে যাদবপুরের ৩ ছাত্র ইউনিয়নকে নোটিশ হাইকোর্টের