মুম্বই: 'Jaane Jaan' দিয়ে ওটিটি-তে ডেবিউ করিনা কাপুর খানের। লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের যাদুতে, লতা মঙ্গেশকরের মায়াবী কণ্ঠে, হেলেনের সেই বিখ্যাত 'আ জানে জা' আজও কেউ ভোলেনি। ছবি নাম ছিল 'ইন্তেকাম।' এখনও সেই গান শুনলে শিহরণ জাগে তামাম ভারতবাসীর। এখনও অবধি বহু কভার, রিমিক্স-সহ বহু এক্সপেরিমেন্ট হয়ে গিয়েছে। তবুও আজও প্রাণবন্ত-অফুরন্ত সেই গান। সেই সৃষ্টি। এবার আরও একবার মায়াবী মোড়কে, ওই গানের টাইটেলকেই সামান্য বদলে, নেটফ্লিক্সে নয়া সিরিজ আসছে। আজ্ঞে হ্যাঁ, নাম 'জানে জা' (Jaane Jaan)।
করিনার জন্মদিনেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'Jaane Jaan'
মাইক্রোফোনে ডার্ক পিঙ্ক কালার টোনে ফ্রেমে ধরা দিয়েছেন করিনা কাপুর খান।টিজারটি সোশ্যালে প্রকাশ্যে এনেছে নেটফ্লিক্স। ২১ সেপ্টেম্বর অভিনেত্রীর জন্মদিনেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আজ প্রকাশ্যে এল টিজার। দেখা গেল অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক। পরিচালনা করছেন বাঙালি পরিচালক সুজয় ঘোষ।
আরও পড়ুন, 'পাঠান'-র সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে 'গদর ২', ১৪ তম দিনে কোথায় দাঁড়িয়ে সানির ছবি ?
ডিভোর্সি এবং সিঙ্গল মাদারের ভূমিকায় করিনা , কী গোপন করার চেষ্টা করেন ছবিতে অভিনেত্রী ?
'জানে জান' , মূলত থ্রিলার বেসড সিনেমা। টিজারে দেখা গিয়েছে, ডার্ক পিঙ্ক কালার টোনের ফ্রেমে 'জানে জান' গান গাইছেন করিনা। জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার চরিত্রগুলিও ফাস্ট এডিটের টিজারে ফুটে ওঠে। এরপরেই টাইটেল কার্ড। এখানে করিনাকে ডিভোর্সি এবং সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর খুন গোপন করার চেষ্টা করে।
কেমন ছিল সেই মুহূর্ত, যখন পরিচালকের থেকে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন করিনা ?
এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে, একবার পিটিআইকে করিনা কাপুর খান বলেছিলেন, তিনি সবসময় নতুন করার চেষ্টা করেন। যখন পরিচালক সুজয় ঘোষ এই ছবির প্রস্তাব দিয়েছিলেন, কাস্টের কথা বলেছিলেন, তখন তিনি উৎসাহিত হয়ে পড়েছিলেন।পাশাপাশি জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মার সঙ্গে কাজ করাটা যে অন্য মাত্রা দিয়েছে, সেকথার আভাষ টেনেছিলেন করিনা কাপুর খান।