বাচ্চু দাস, অর্ণব মুখোপাধ্যায় ও করুণাময় সিংহ, কলকাতা: দার্জিলিঙের (Darjeeling) মাটিগাড়ায় (Matigara) স্কুল ছাত্রীর মাথা থেঁতলে খুন (Murder)। পুলিশ (Police) সূত্রে খবর, ওই কিশোরী ধর্ষণে বাধা দেওয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না।                                   

  


দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনায়, এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেটি পড়াও বেটি বাঁচাও বলে কী সুরক্ষা দিচ্ছে কেন্দ্র? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করল তৃণমূল।           


উল্লেখ্য, 'কন্যাশ্রী' মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যে প্রকল্পকে ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে’ সম্মানিত করেছে রাষ্ট্রপুঞ্জ। দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় সেই কন্যাশ্রী প্রকল্পের প্রসঙ্গ তুলে, কার্যত তৃণমূল সরকারকেই বিঁধলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।           


ঠিক কী বলেছেন তিনি? 
 
শপথ নেওয়ার পর, প্রথম স্পিচে আমি বলেছিলাম, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের রক্ষায় সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না। মেয়েটির জীবনটাই চলে গেছে। সমাজ মেয়েটিকে সুরক্ষা দিতে পারল না। আমরা সবাই এর জন্য দায়ী। সরকার, রাজ্যপাল, বিধায়ক, সাংসদ সবাই এর জন্য দায়ী। সমাজ এর জন্য দায়ী।  


গত সোমবার, দার্জিলিঙের মাটিগাড়ায় নৃশংসভাবে খুন করা হয় এক স্কুলছাত্রীকে। পুলিশ সূত্রে দাবি, ধর্ষণের চেষ্টায়, বাধা দেওয়ায়, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বছর ১৬-র কিশোরীকে। রবিবার নিহত ছাত্রীর বাড়িতে যান রাজ্যপাল। কথা বলেন বাবা-মার সঙ্গে। 


আর এই প্রেক্ষাপটেই তিনি, ঘুরিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপালের কথায়, 'আমাদের স্বীকার করতেই হবে, বাংলায় ভয়ের পরিবেশ রয়েছে। এখানে হিংসা রয়েছে। হিংসার বিরুদ্ধে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। 


রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এটা রাজ্যপালের কথা নয়। রাজ্যবাসীর কণ্ঠস্বর। তৃণমূল ক্রিমিনালে পরিণত। রাজ্যপাল কী করে আটকাবেন।' মাটিগাড়ার নির্মম নৃশংস ঘটনায় এখনও পর্যন্ত ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


আরও পড়ুন, নিছক দুর্ঘটনা নয়, দত্তপুকুরে গিয়ে বিস্ফোরণ নিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল