সনৎ ঝা, শিলিগুড়ি: এশিয়ান হাইওয়ের (Asian Highway) টু-এর উপর ভয়াবহ দুর্ঘটনা। নকশালবাড়ি থেকে শিলিগুড়িগামী (Siliguri) এশিয়ান হাইওয়ে টু-এর উপর থেকে নদীতে পড়ে গেল লরি।


কীভাবে দুর্ঘটনা:
চাঙ্গা নদীর ব্রিজের ২০ মিটারের রেলিং ভেঙে নদীতে পড়ে গিয়েছে ১৬ চাকার লরি। নদীতে লরি পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে চালক এবং সহকারী চালক। শনিবার গভীর রাতে ত্রিপুরা থেকে বিহারের দিকে যাচ্ছিল লরিটি। সেই সময়েই নকশালবাড়ির অটল চা বাগান এলাকায় চেঙ্গা নদীর ব্রিজের উপর এই দুর্ঘটনা রয়েছে।


রাতের বেলা ওভারটেক করার সময় ১৬ চাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে। যার ফলে কুড়ি মিটার রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে চালক এবং সহকারী চালককে উদ্ধার করে প্রাথমিকভাবে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে, চালক গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সহকারী চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই বাগডোগরা থানার পুলিশ ও নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছয়। শুরু হয় উদ্ধার কাজ। এশিয়ান হাইওয়ে টু-এর কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা ব্রিজের রেলিং আপাতত ঘিরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে ১৬ চাকা ট্রাকটি নদী থেকে তোলার কাজ শুরু করেছে সমস্ত ঘটনা তদন্তে পুলিশ।

কদিন আগেই দুর্ঘটনা:
কালিম্পঙের (Kalimpong) মংপঙে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছিল। ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। বানারহাট থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে শুকনো নদীখাতে পড়ে যায় গাড়িটি। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বানারহাটে বিয়েবাড়ি থেকে ফেরার পথে একটি গাড়ি শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়। ভোর পাঁচটা নাগাদ ওদলাবাড়ি থেকে কিছু দূরে রংডং এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। পরে আরও দু'জনের মৃত্যু হয় বলে খবর। গুরুতর আহত হয় গাড়িচালক সহ অন্যান্যরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা। ওই গাড়ি থেকে যাত্রীদেরকে উদ্ধার করে পাঠানো হয় প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরই পরের দু'জনের মৃত্যু ঘটেছে বলে জানানো হয় চিকিৎসকদের তরফে। আহত গাড়িচালককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: 'মুঘল গার্ডেন' নয়, 'অমৃত উদ্যান'! নয়া সার্বিক নামকরণ রাষ্ট্রপতি ভবনের সব বাগানের