মলয় চক্রবর্তী ও সনৎ ঝা, দার্জিলিং : প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একারে পর এক কোপ ! ভয়াবহ খুন শিলিগুড়িতে (Siliguri)। জানা যাচ্ছে, শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যবসায়ী যুবককেকে এলোপাথাড়ি কোপ মারা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বছর আঠাশের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম স্বপন বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police Station)।
স্থানীয় সূত্রে খবর, সকাল পৌনে ১০টা নাগাদ আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার জন্য ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন স্বপন। অভিযোগ, অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। মৃতের পরিবারের দাবি, অভিযুক্তের সঙ্গে ব্যবসায়ীর পুরনো বিবাদ ছিল। মামলা-মোকদ্দমাও হয়েছে। তার জেরে অভিযুক্ত জেলও খাটে বলে মৃতের পরিবারের দাবি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার রেশ কাটতে না কাটতেই অভিযুক্ত পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করে। গোটা বিষয়ের পিছনে ঠিক কী কারণ রয়েছে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, রবিবার রাতেই কলকাতার এন্টালিতে এমন ঘটনা ঘটেছে। গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অতর্কিতে হামলা চালান হয় এক যুবকের ওপর। ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবককে এলোপাথাড়ি একের পর এক কোপ মারা হয়। খাস কলকাতার এন্টালির (Entally) ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত যুবক চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। ঠিক কা কারণে হামলা খতিয়ে দেখা শুরু করে পুলিশ। যদিও অভিযোগকারীর বিরুদ্ধে এলাকায় গুণ্ডামি করার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। আর হামলার ঘটনার সঙ্গেই গোটা এলাকা তেতে 'পুলিশি নিষ্ক্রিয়তার' অভিযোগে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার পুলিশে বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। গোটা ঘটনার পর থেকেই যে এলাকায় বসানো হয় পুলিশ পিকেট।
আরও পড়ুন- শনিবার অবধি তীব্র হবে তাপপ্রবাহ ! সামান্য বৃষ্টিতে কোথায় কোথায় সাাময়িক স্বস্তি?
গত বছরের নভেম্বরে কলকাতার সরশুনায় ধারাল অস্ত্রের কোপে অন্তত ৬জন আহত (Crime Incident) হয়েছিলেন। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ দেন এক অভিযুক্ত। ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আহতদের ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে (Hospital)। উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?