রাজা চট্টোপাধ্যায় ও মলয় চক্রবর্তী, দার্জিলিং ও জলপাইগুড়ি: ফাঁড়িতে হিমঘর কর্মীকে মারধরের অভিযোগে ওসি-কে ক্লোজ করা হল শিলিগুড়িতে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হিমঘরের কর্মী। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আহতের পরিবার।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর থেকে রামপুরহাটের বগটুই কাণ্ড, কিংবা আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু। পরপর সব ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এবার হিমঘর কর্মীকে মারধর করার ঘটনাতেও অভিযোগের তির উঠল পুলিশের দিকে। হিমঘর কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগে ক্লোজ করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত খালপাড়া ফাঁড়ির ওসিকে।
কী অভিযোগ:গত বৃহস্পতিবার, ধূপগুড়ির হরিমন্দির হিমঘরের ম্যানেজার ও অমিত ঠাকুর নামে এক কর্মচারী শিলিগুড়ি যাচ্ছিলেন। অভিযোগ সেই সময়ই ম্যানেজারের কাছে থাকা ১০ লক্ষ টাকা চুরি হয়ে যায়। এরপর শনিবার, ওই কর্মী ও ম্যানেজারকে নিয়ে খালপাড়া ফাঁড়িতে যান হিমঘরের মালিক। অভিযোগ, সেখানেই মালিকের সামনে অমিত ঠাকুরকে বেধড়ক মারধর করেন ওসি পাপ্পু সিং। তাতেই গুরুতর জখম হন অমিত ঠাকুর নামে ওই কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই কর্মী।
পরিবারের দাবি:জখম ব্যক্তির ভাই অবিনাশ ঠাকুর বলেন, 'হিমঘরের মালিক আমার দাদাকে উদ্দেশ্য করে ওই ঘটনায় ফাঁসিয়েছে।' শিলিগুড়ি থানায় হিমঘরের মালিক, ম্যানেজার এবং ফাঁড়ির ওসি-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহত কর্মীর পরিবার। এরপরই খালপাড়া ফাঁড়ির ওসি পাপ্পু সিং-কে ক্লোজ করা হয়। আহত কর্মীর বন্ধু রাহুল শাহর দাবি, 'ম্যানেজার ও মালিককে ধরা হচ্ছে না কেন? একটা গরিব মানুষকে এভাবে মারল, মালিকের ষড়যন্ত্রে পুরো ঘটনা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাচ্ছি।'
আহত কর্মীর পরিজনরা হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে হিমঘরের সেই ম্যানেজারের নাম বজরং আগরওয়াল। কিন্তু তার সঙ্গেও বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ফোন ধরেননি ওই ম্য়ানেজার।
তৃণমূল নেতা ও ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ বলেন, 'আক্রান্ত পরিবার আমার কাছে এসেছিলেন। আমি পুলিশ কমিশনারকে ঘটনাটি জানাই। সঙ্গে সঙ্গে সিপি পদক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ওসিকে ক্লোজ করেছে, পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।'
আরও পড়ুন: সুজাতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন সৌমিত্র? বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর