অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বাঁকুড়ায় (Bankura) ডিভোর্সের (Divorce) মামলা চলাকালীন একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে। দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। সৌমিত্র খাঁ (Saumitra Khan)-র বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। যদিও তা মানতে নারাজ বিজেপি (BJP) সাংসদ। ইতিমধ্যেই বাঁকুড়া থেকে শিয়ালদা (Sealdah) আদালতে মামলা স্থানান্তরিত করা হয়েছে।
তৃণমূলনেত্রী সুজাতা মণ্ডল বলেন, "বাঁকুড়া আদালতে মামলা চলাকালীন একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।" এদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, "রাজনীতিতে রেলিভেন্ট হতে হয়েছে।" প্রসঙ্গত, একসময় ছিল সুখী গৃহকোণ। আর এখন তাঁদের মধ্যেই গৃহযুদ্ধ। দু’জনের দলও এখন আলাদা....বিজেপিতে স্বামী। আর স্ত্রী তৃণমূলে। লোকসভা নির্বাচনের সময় স্ত্রীর হাত ধরেই জয়ের মুখ দেখেছিলেন সৌমিত্র খাঁ। দুজনের একসঙ্গে ছবি। কিন্তু, ২০২১-এ বিধানসভা ভোটের আগে, তৃণমূলে যোগ দেন সুজাতা।
আরও পড়ুন, গান, বিশেষ উপহার, দ্বিপাক্ষিক বৈঠক- জমজমাট মোদির জার্মান সফর
রাজনীতির যুদ্ধে সংসারে ভাঙন ধরে। আর সেদিনই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হয়। সেই সময় বিজেপি সাংসদ সৌমিত্রকে বলতে শোনা যায়, "বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাচ্ছি... হাতজোড় করে বলছি সই করে দিও... সব সম্পর্ক শেষ... খাঁ পদবি ছেড়ে দিও"। কিন্তু, সুজাতার অভিযোগ, বাঁকুড়ায় এই মামলা চলায়, তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। সৌমিত্রর পরিবারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। যদিও সৌমিত্রের দাবি, "ও কি কখনও থেকেছে যে বলবে... পুরোটাই মিথ্যে।"
এরই প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয় মামলা স্থানান্তরের। সেই মতো, বাঁকুড়া থেকে মামলা স্থানান্তর হয়েছে শিয়ালদায়।