মোহন প্রসাদ, দার্জিলিং : মন খারাপ করা খবর। গতকালের মধ্যেই আবার কু ঝিকঝিক করে স্টেশন ছাড়ার কথা ছিল ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের। কিন্তু হল না। এনজেপি ( NJP ) থেকে দার্জিলিং ( Darjeeling ) এবং দার্জিলিং থেকে এনজেপি টয় ট্রেন পরিষেবা ১২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এমনই খবর রেল সূত্রের।


নাগাড়ে বৃষ্টিতে ধস 
গত ৩১ অগাস্ট রাতে নাগাড়ে বৃষ্টি হয় পাহাড়ে। যার জেরে কার্শিয়ঙের তিনধারিয়ার কাছে ১৭ মাইল এলাকায় ধস নামে। কাদা ও পাথরে ভরে ওঠে পাহাড়ের একটা বড় অংশ। ধসের 'পাহাড়' জমে রেললাইনেও। এই পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি সরাসরি টয় ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়। ১ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল পরিষেবা। কিন্তু ৭ তারিখ থেকেই ছন্দে ফেরার কথা ছিল টয় ট্রেনের। কিন্তু মেরামতির কাজ শেষ না হওয়ায় আরও কিছু দিন বন্ধ থাকছে ট্রেন। 


মেরামতের কাজ চলবে
রেলওয়ে সূত্রে খবর, পাহাড়ের তিনধারিয়ায় সেভেন্টিন মাইলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় মেরামতের কাজ চলবে। তাই টয় ট্রেনের  পরিষেবা বন্ধই থাকছে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছে।


আরও পড়ুন :


মেঘ কেটে ঝলমল পাহাড়, বৃষ্টির একঘেয়েমি থেকে সময়িক স্বস্তি


প্রসঙ্গত, গত মাসের শুরুতেও বন্ধ রাখতে হয়েছিল টয় ট্রেন পরিষেবা। এই বছরই নিউ জলপাইগুড়ি ( New Jalpaiguri)  স্টেশন থেকে যাত্রা শুরু করে ভিস্তাডোম কোচযুক্ত টয় ট্রেন। তারপর বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিও ধরা পড়েছে। তাই তড়িঘড়ি কার্শিয়ং থেকে ঘুম পর্যন্ত রেলপথে মেরামতি শুরু করে রেল । ৫ অগাস্ট থেকে ৭ অগাস্ট পর্যন্ত নিউ জলপাইগুড়ি জংশন থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি জংশন  (NJP ) পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়। 

মন খারাপের খবর
সপ্তাহ শেষে ছুটি ( Weekend Trip )  কাটাতে অনেকেই পাহাড়ে যান। বিশেষত কাছাকাছি সমতল অঞ্চল থেকে ভ্রমণপিপাসুরা আসেন পাহাড়ে। কিন্তু যাঁরা টয় ট্রেনের জন্যই আসছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে মন খারাপের খবর। 


১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।  দার্জিলিং হিমালয়ান রেলওয়ে,  ডিএইচআর বা টয় ট্রেন ২ ফুট (৬১০মিমি) গেজ রেলপথে চলাচল করে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে। এই রেলপথে সবথেকে বড় আকর্ষণ হল পাহাড়ি পথ, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়ং।