সনৎ ঝা, শিলিগুড়ি : ৬১ লক্ষ টাকার সোনা-সহ দুই পাচারকারীকে পাকড়াও করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ব্যাংকক থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল ওই পরিমাণ সোনা। তবে, তা ব্যর্থ করল রাজস্ব দফতর। গত শনিবার শিলিগুড়ি জংশন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের ল্যাপটপের মধ্যে থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রামের ১০টি সোনার বিস্কুট। মোট ১ কেজি সোনা উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ৬১ লক্ষ টাকা।
দুই পাচারকারী তথা ভুটানের বাসিন্দা ফুক সেরিং ও তামিলনাড়ুর আমজাদ খান ব্যাংকক থেকে সোনা নিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে আসছে বলে খবর মেলে। সেই মতো শিলিগুড়ি জংশনে ডেরা বাঁধে রাজস্ব গোয়েন্দা দফতর। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি জংশনে পৌঁছাতেই ট্রেন থেকে গ্রেফতার করা হয় ওই দুই পাচারকারীকে।
ধৃত দুই ব্যক্তি ব্যাংকক থেকে ভুটানের বিমানবন্দরে নেমে, সেখান থেকে ফ্রুন্টসিলিং হয়ে ভারতে প্রবেশ করে। এরপর আলিপুরদুয়ার থেকে ট্রেনে চেপে জংশনে নেমে সেখান থেকেই সোনা কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল।
এদিকে দিন দু'য়েক আগে ৪ কোটি ৩৩ লক্ষ টাকা মূল্যের সোনা পাচারের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF Foils Gold Smuggling Attempt)। বিএসএফের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৬০টি সোনার বিস্কুট-সহ এক সোনা পাচারকারীকে ধরেছে তারা। ধৃতের নাম সুরজ মগ বলে জানায় বিএসএফ। অভিযুক্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার জয়পুর গ্রামের বাসিন্দা।
গত ১ নভেম্বর, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইসিপি পেট্রাপোল ১৪৫ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সুরজকে ধরেন। বিএসএফের দাবি, তাঁর কাছ থেকে ৬০ টি সোনার বিস্কুট মিলেছে। চোরাচালানকারী সন্দেহে বিএসএফের হাতে পাকড়াও সুরজ এই সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। সোনার বিস্কুটগুলির ওজন আনুমানিক ৬.৯৯৮ কিলোগ্রাম। বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩২ লক্ষ ৮৬ হাজার টাকা।
সীমান্তরক্ষী বাহিনীর দাবি, ১৪৫ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা চেকপোস্টে ডিউটির সময় আইসিপি পেট্রাপোলে একটি খালি ভারতীয় ট্রাক দাঁড় করান। সূত্রের খবর, বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জওয়ানরা ট্রাকের কেবিনে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করেছিলেন। সেখান থেকে সাদা স্বচ্ছ টেপে মোড়া ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়, জানায় বিএসএফ। তাতে বিভিন্ন ধরনের চিহ্ন-ও ছিল। পরে ঘটনাস্থল থেকে ট্রাকের চালককে আটক করে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়।