Instagram Reels: ইউজারদের সুবিধায় ইনস্টাগ্রামে (Instagram Features) একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম রিলসে (Instagram Reels) গানের সঙ্গে সঙ্গে এবার গানের কথাও যুক্ত করা যাবে। মেটা (Meta) অধিকৃত ইনস্টাগ্রাম অ্যাপে এই নতুন ফিচার আসতে চলেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) আগেই এই সুবিধা পেয়েছেন ইউজাররা। এবার পাবেন রিলসেও। ফেসবুকের স্টোরির ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছিল। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি নিজের চ্যানেলে সম্প্রতি জানিয়েছেন, রিলস এডিট করার সময় ইউজাররা গানের কথা যুক্ত করার সুবিধা পাবেন। ইনস্টাগ্রাম স্টোরির মতো এই ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রাম রিলসে। আপাতত রোল আউট শুরু হয়েছে। ধীরে ধীরে এই ফিচারের সুবিধা পাবেন সব ইউজাররা। মোসারি বলেছেন, ইনস্টাগ্রাম ইউজারদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাঁদের অনেকেই ম্যানুয়ালি রিলসের মধ্যে গানের লিরিক্স যুক্ত করেন। আর তাই ইউজারদের সুবিধার জন্য এবার ইনস্টাগ্রাম স্টোরির মতো নতুন ফিচার রিলসের ক্ষেত্রেও চালু করছে সংস্থা। ইনস্টাগ্রাম রিলসে আরও অনেক নতুন ফিচার আগামী দিনে চালু হতে পারে বলেও আভাস পাওয়া গিয়েছে।


ভারতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরই জনপ্রিয়তা পেয়েছিল ইনস্টাগ্রামের রিলস। তারকা থেকে আমজনতা, সকলেই গা ভাসিয়েছিলেন ইনস্টা রিলসের স্রোতে। বর্তমানে ইনস্টাগ্রামের এই ফিচার ব্যাপক জনপ্রিয় বিশ্বজুড়ে। আর তাই ইনস্টাগ্রাম রিলসের নতুন নতুন ফিচার চালু করতে চলেছে মেটা অধিকৃত এই অ্যাপ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রাম স্টোরিতে অনেক আগেই গানের লিরিক্স যুক্ত করার সুবিধা চালু হয়েছিল। এবার রিলসে আসছে এই ফিচার। 


কীভাবে ইনস্টাগ্রাম রিলসে গানের লিরিক্স যুক্ত করতে পারবেন ইউজাররা



  • প্রথমে মিউজিক বাটনে ট্যাপ করুন

  • এবার বেছে নিন একটি গান

  • এবার সোয়াইপ লেফট অপশন বেছে নিন। সেখান থেকেই লিরিক্স যুক্ত করার সুবিধা পাবেন।

  • এরপরই আপনার ইনস্টাগ্রাম রিলস গানের লিরিক্স সমেত তৈরি হয়ে যাবে। 


হোয়াটসঅ্যাপ সংস্থা সেপ্টেম্বর মাসে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে


সেপ্টেম্বর মাসেও ভারতে বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছে ৭.১১ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এর মধ্যে ২.৫৭ মিলিয়ন অ্যাকাউন্ট কোনও ইউজারের থেকে অভিযোগ পাওয়ার আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৭১,১১,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। এর মধ্যে ২৫,৭১,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউজাররা কোনও অভিযোগ করেননি। তবে সক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের তরফেই এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে হোয়াটসঅ্যাপে। 


আরও পড়ুন- নভেম্বরে ২৫ হাজারের মধ্যে কিনতে পারবেন এই ৫জি ফোনগুলি, দেখে নিন তালিকা