পাহাড়ে শুরু হয়েছে পর্যটনের মরসুম ( Darjeeling Tourism Season ) । নভেম্বর মাস মানেই পাহাড়ের হোটেলে ঠাসা বুকিং। থিকথিকে ভিড় মলে। আর সকাল হতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। পুজোর মধ্যেও দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে হালকা। তবে উত্তরে শীতের ( Winter Update )আমেজ বাড়ছে। নামছে তাপমাত্রা। বাতাসে কমছে জলীয় বাস্পের পরিমাণ। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।  উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। 

আজ দার্জিলিংয়ের আবহাওয়া
বৃষ্টিপাত: 3%
আর্দ্রতা: 54%
বাতাস: 10 কিমি/ঘন্টা 
 আগামী ৭ দিন কেমন থাকবে দার্জিলিংয়ের আবহাওয়া? IMD-র ওয়েবসাইট কী বলছে ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
10-Nov 9.0 18.0
Partly cloudy sky
11-Nov 9.0 18.0
Partly cloudy sky
12-Nov 9.0 18.0
Partly cloudy sky
13-Nov 8.0 18.0
Mainly Clear sky
14-Nov 8.0 17.0
Partly cloudy sky
15-Nov 9.0 17.0
Partly cloudy sky
16-Nov 9.0 17.0
Partly cloudy sky

পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।
দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। (Weather Update) 
দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর। 

দার্জিলিং ভ্রমণের সেরা সময় :                        

টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।    
আরও পড়ুন :