আমদাবাদ: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে হার বিশ্বকাপে (ICC World Cup 2023) সেমিফাইনালের ওঠার লড়াইয়ে একপ্রকার শেষ করে দিয়েছে আফগানিস্তানের (Afganistan)। একেবারে অসম্ভব একটা সমীকরণ মাথায় নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের শেষ গ্রুপ লিগের ম্যাচ খেলতে নামছে হাসমাতউল্লাহ শাহিদির দল। শেষ চারের সম্ভাবনা প্রায় না থাকলেও এই ম্যাচে জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করতে মরিয়া আফগানরা। 


কাদের ম্যাচ


বিশ্বকাপে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান
















কখন শুরু?


ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস


কোথায় দেখবেন


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে


 






বিশ্বকাপে আফগানিস্তানের অভিযান চলতি বছর দুর্দান্ত ছিল। তিন বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে তাঁরা হারিয়েছে এবার। এছাড়াও ডাচদের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিয়েছে তারা। এর আগে ২০১৫ সালে স্কটল্যান্ড ও ২০১৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া বিশ্বকাপের মঞ্চে আর কোনও সাফল্য ছিল না যুদ্ধবিধ্বস্ত দেশটির। আজ আমদাবাদে অঙ্কের নিরিখেও যদিও দেখা যায় তবে আফগানদের দক্ষিণ আফ্রিকাকে ৪৩৮ রানের ব্যবধানে হারাতে হবে। যা কোনওভাবেই সম্ভব নয়। ফলে এমনটা বলাই যায় যে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান আজই শেষ হচ্ছে।


অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে শুরু থেকেই তাঁদের বিজয়রথ ছুটিয়েছিল। তবে প্রথম ধাক্কা আসে অখ্যাত নেদারল্যান্ডসের বিরুদ্ধে। রান তাড়া করতে নেমে হারতে হয় প্রোটিয়া বাহিনীকে। এরপর ফের জয়ের সরণিতে ফিরলেও ভারতের বিরুদ্ধে ফের হার। যদিও তাতে সেমিতে ওঠা আটকায়নি বাভুমার দলের। আজ আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে অনেকটাই সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচের মত। দলে কিছু বদলও হতে পারে। 


এখনও পর্যন্ত এই দুই দল একটি ওয়ান ডে ও দুটো টি-টোয়েন্টিতে পরস্পর মুখোমুখি হয়েছে। কোনও ম্যাচেই জিততে পারেনি তারা। তবে এই আফগানিস্তান অনেক আলাদা আগের তুলনায়। এরা চমক দিতে জানে। বিশ্বের সেরা দলগুলোকে প্রশ্নের মুখে ফেলতে জানে। দলের টপ অর্ডারে প্রত্যেক ব্য়াটারই চলতি টুর্নামেন্টে আড়াইশোর বেশি রান ঝুলিতে পুরে নিয়েছেন। রশিদ খান দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিলেও মুজিব, নবীন, নূর প্রত্যেকেই নজর কেড়েছেন।