দার্জিলিং : আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বৃষ্টিপাত: 24%
আর্দ্রতা: 75%
বাতাস: 5 কিমি/ঘন্টা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Sep | 16.0 | 23.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
02-Sep | 17.0 | 23.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Sep | 16.0 | 24.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
04-Sep | 17.0 | 24.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
05-Sep | 16.0 | 24.0 | Partly cloudy sky | |
06-Sep | 15.0 | 23.0 | Partly cloudy sky | |
07-Sep | 15.0 | 23.0 |
Partly cloudy sky |
পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।
দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।
দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।