নয়াদিল্লি: বিক্রান্ত মেসির (Vikrant Massey) ঝুলিতে আরও এক নতুন কাজ। অভিনেতা আপাতত ব্যস্ত তাঁর '১২থ ফেল' (12th Fail) ছবির জন্য। এবার সেই সঙ্গে যুক্ত হল আরও এক নতুন কাজের নাম। কার সঙ্গে হাত মেলাবেন 'হসিন দিলরুবা' অভিনেতা?


বিক্রান্ত মেসির নতুন কাজ


শোনা যাচ্ছে বিক্রান্ত মেসি এবার কাজ করবেন নতুন পরিচালক নীরঞ্জন আয়েঙ্গরের (Niranjan Iyengar) সঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বিক্রান্ত। তবে আরও আকর্ষণীয় বিষয়, এই ছবি তৈরি হবে রাস্কিন বন্ডের (Ruskin Bond) গল্পের ওপর ভিত্তি করে। তবে কোন গল্প বা ছবির কী নাম, এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য মেলেনি।


অন্যদিকে, সম্প্রতি '১২থ ফেল' ছবির নির্মাতারা এই ছবির টিজার এনেছেন প্রকাশ্যে। ইনস্টাগ্রামে সেই টিজার পোস্ট করা হয় 'জি স্টুডিওজ'-এর তরফে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, '''মুখ চালানো শুরু কোথায় করলাম এখনও - চম্বলের আমি, বুঝেছ?'' অনুরাগ পাঠকের বেস্টসেলার থেকে অনুপ্রাণিত '১২থ ফেল' উপভোগ করুন। UPSC ছাত্রদের জীবন ও তাঁদের সংগ্রামের সত্যিকারের উপস্থাপনা। সত্য ঘটনা অবলম্বনে, আসল লোকেশন শ্যুট করা সত্যি পড়ুয়াদের নিয়ে, এই গল্প বলবে একাধিক ভারতীয়র সত্যতা। '১২থ ফেল'-এর টিজার প্রকাশ করা হল। 'শূন্য থেকে পুনরাস শুরু!' ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।'


 






ছবিতে হিন্দি মিডিয়াম ছাত্র হিসেবে একেবারে অন্য ব্যক্তিত্বে প্রবেশ করেছেন বিক্রান্ত। বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে বিক্রান্ত মেসি। ২৭ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু ও মালয়লম ভাষায়। 


অনুরাগ পাঠকের 'বেস্ট সেলিং' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা ও আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর দুর্দান্ত সফর নিয়ে লেখা এই উপন্যাস। এছাড়া কয়েক হাজার ভারতীয় ছাত্রছাত্রী যাঁরা পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা - ইউপিএসসি-র প্রস্তুতি নেন তাঁদের দ্বারাও অনুপ্রাণিত। 


আরও পড়ুন: Serial Update: ছোটপর্দায় দুই নতুন মুখ, 'তোমাদের রাণী'-র জন্য বন্ধ হচ্ছে কোন ধারাবাহিক?


এই ছবি শুরু থেকেই রয়েছে চর্চায়। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ছবি প্রথম যা দিল্লির 'মুখার্জি নগর'-এ শ্যুট করা হয়েছে, যাকে বলে 'UPSC' প্রস্তুতির জন্য হিন্দি মিডিয়ামের 'হাব'। 


এই ছবি ছাড়াও বিক্রান্ত মেসিকে দেখা যাবে আদিত্য নিম্বলকর পরিচালিত 'সেক্টর ৩৬'-এ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial