মোহন প্রসাদ, কার্শিয়াং: মুমুর্ষু অবস্থায় অন্তঃস্বত্ত্বাকে (Pregnant Woman) রেফার করার অভিযোগ উঠল কার্শিয়াং মহকুমা হাসপাতালের (Kurseong Sub-division Hospital) বিরুদ্ধে। অভিযোগ, তিনতলা থেকে নামতে দেওয়া হয়নি স্ট্রেচার। এমনকি গাড়ি পেতেও প্রবল সমস্যা মুখে পড়তে হয়। ভিডিও প্রকাশ করে উদাসীনতার অভিযোগে সরব নারীশিপ বিকাশ সঙ্ঘ ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মহিলা শাখা। নিরুপায় হয়েই রেফার, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।


হাতে স্যালাইনের চ্যানেল, যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্তঃস্বত্ত্বা মহিলা। তাঁকে অন্যত্র রেফার করে দিয়েছে হাসপাতাল। এই গুরুতর অবস্থায় সরকারি হাসপাতালের ৩ তলার সিঁড়ি ভেঙে নিচে নেমেছেন মহিলা। একটা স্ট্রেচারের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। হয়রানির এখানেই শেষ নয়! দীর্ঘক্ষণ পরে যে গাড়ির বন্দোবস্ত হল, তাতে শুয়ে যাওয়ার উপায় নেই। অসুস্থ-অন্তঃস্বত্ত্বা এই মহিলাকে বসে বসেই কার্শিয়াং থেকে নিয়ে আসা হয় শিলিগুড়িতে।


বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও প্রকাশ করে সরব হয়েছে কার্শিয়ংয়ের নারীশিপ বিকাশ সঙ্ঘ ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মহিলা শাখা। সংগঠনগুলির দাবি, বৃহস্পতিবার ভোরে প্রসব বেদনায় কাতর ওই মহিলাকে কার্শিয়ং মহকুমা হাসপাতালের তরফে জানানো হয়, সিজার করতে হবে। কিন্তু অ্যানাস্থেসিস্ট নেই। তাই এখানে অস্ত্রোপচার হওয়া সম্ভব নয়। মহিলাকে রেফার করে দেওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। অভিযোগ, সরকারি হাসপাতালের তরফে সেভাবে সহযোগিতাই করা হয়নি।


নারীশিপ বিকাশ সঙ্ঘের সদস্য প্রভা ছেত্রী বলেন, গাড়ির ব্যবস্থা করে, খুব খারাপ অবস্থায় যেতে হয় উত্তরবঙ্গ মেডিক্যালে (North Bengal Medical College)। অমানবিক ঘটনা এরম হয়েই চলেছে। গোটা বিষয়টি নিয়ে কার্যত অসহায়তার সুর কার্শিয়ং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের গলায়। কার্শিয়ং মহকুমা হাসপাতালের সহ সুপার কৃষ্ণা ঘোষের কথায়, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট পাঠানো হয়েছে, ডাক্তার ছিল না আমরা কী করব? বৃহস্পতিবারই উত্তরবঙ্গ মেডিক্যালে সন্তানের জন্ম দেন ওই মহিলা। মা ও সন্তান দু’জনেই সুস্থ।


আরও পড়ুন: Malda: ভিন রাজ্যে ট্রেন দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সৎকারে সম্প্রীতির নজির মালদায়