সুদীপ্ত আচার্য, কলকাতা: মনোহরপুকুরে (Manohar Pukur) স্ত্রীকে খুনের (Murder) অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনায় আহত মেয়ে। ১০০ নম্বরে ডায়াল করে খুনের কথা স্বীকার স্বামীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ‘দু’বছর ধরে কর্মহীন ছিলেন স্বামী, দাম্পত্য বিবাদে খুন।’ মৃতার নাম প্রিয়ঙ্কা বাজাজ। অভিযুক্ত অরবিন্দ বাজাজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 


প্রথমে স্ত্রীকে খুনের চেষ্টা। তারপর খুন করে পুলিশ ডেকে নিজেই আত্মসমর্পণ করলেন। মনোহরপুকুর রোডের পুষ্পক অ্যাপার্টমেন্টের তিন তলায় থাকতেন অরবিন্দ বাজাজ নামে ওই ব্যক্তি ও তাঁর পরিবার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ কলকাতা পুলিশের ১০০ নম্বরে ডায়াল করা হয়। নিজেই জানান, তিনি তাঁর স্ত্রীকে এবং মেয়েকে কুপিয়েছেন। তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্র সরোবর পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী এবং মেয়ে। প্রিয়ঙ্কা বাজাজকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার মেয়ে। 


পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ওই অ্যাপার্টমেন্টের তিন তলায় বেশ কয়েক বছর ধরে ছিলেন অরবিন্দ বাজাজ। বরাবরই শান্তিপ্রিয় মানুষ বলে পরিচিত। কিন্তু প্রায় দুবছর ধরে কর্মহীন ছিলেন। তার জেরেই পারিবারিক বিবাদ লেগেই থাকত বলে পুলিশ সূত্রে খবর। পারিবারিক বিবাদের জেরেই কি খুনে চেষ্টা? তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাতে রবীন্দ্র সরোবর থানার পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। 


অন্যদিকে, হাওড়ায় স্বামীর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আন্দুলের পূর্বপাড়ায়। এই ঘটনায় স্ত্রী মুনমুন রায়কে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতকে গতকালই হাওড়া আদালতে তোলা হয়।


আরও পড়ুন: Howrah: গায়ে আগুন দিয়ে স্বামীকে খুনের চেষ্টা, হাওড়ায় গ্রেফতার স্ত্রী


আরও পড়ুন: Purba Burdwan: নদীবাঁধ মেরামতিতে টাকা নয়ছয়ের অভিযোগ, তৃণমূল বিধায়কের কাঠগড়ায় সেচ দফতর