সঞ্চয়ন মিত্র, বেলুড়: বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) দশমী (Dashami)। রীতি মেনে বেলুড়ের সারদা পীঠে Belur Saradapeeth) শুরু হয়েছে দশমী পুজো। এরপর দর্পণে বিসর্জন। আজই সন্ধেয় প্রতিমা নিরঞ্জন। রীতি ও ঐতিহ্য মেনে বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয় গতকাল।


১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়।  সেই থেকে এখানে জগদ্বাত্রী পুজো হয়ে আসছে।  এবার পুজোর আয়োজন করা হয় কোভিড বিধি (Covid Rules) মেনে। সেই কারণে অন্যান্যবারের মতো মন্দির (Temple) প্রাঙ্গনের বদলে পুজো হচ্ছে মন্দিরের ভিতরে। শুক্রবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে, নবমী তিথিতে সকালে পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজোর আয়োজন করা হয়।সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজোর সঙ্গে হোমের আয়োজনও সারা। তবে এবার কোভিড পরিস্থিতিতে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই।  হবে না ভোগ ও প্রসাদ বিতরণও।  তবে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা করা হয়েছে।  শুক্রবার তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজোর মতো দশমী পুজোয় অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়।


জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Puja) বৃষ্টির (Rain) ভ্রুকুটি। আজ সকাল থেকেই কলকাতা-সহ (Kolkata) বেশ কয়েকটি জেলায় (District) বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের (Depression) প্রভাবে তৈরি পূবালি বাতাস। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাল্লা দিয়ে ফের চড়ছে পারদ। ৫ দিনে ৫ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি। সোমবারও দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।