ভাস্কর ঘোষ, সন্দীর সরকার, হাওড়া : পুজোর মুখে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। ভয়াবহ অবস্থা হাওড়ার। অগাস্টের পর ফের হাওড়ায় মৃত্যু ডেঙ্গিতে । এবার বালিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু হল। 

কী হয়েছিল রোগীর 
জানা গিয়েছে, ৩১ অগাস্ট থেকে জ্বর নিয়ে অসুস্থ ছিলেন তৌসিফ সদর। ২টি হাসপাতাল ঘুরে তৃতীয় হাসপাতালে ভর্তি হওয়ার পরে ভেন্টিলেশনে পাঠাতে হয় ডেঙ্গি আক্রান্ত ছাত্রকে। হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গির প্রভাব পড়ে কিডনি, লিভার, হার্ট ও ব্রেনে । ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোম, মাল্টি অর্গান ফেলিওরের উল্লেখ করেছে হাসপাতাল। 


হাওড়ায় ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু
অগাস্ট মাসে হাওড়ায় ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে এবার হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডে প্রথমবার পাওয়া গেল ডেঙ্গির লার্ভা।  এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে পথে নামলেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। সোমবার হাওড়ার ৮, ৯ ও ৫০ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। 


গত ৩১ অগাস্ট এই ৮ নম্বর ওয়ার্ডে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। হাওড়া পুরসভা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ' নিকাশি ব্যবস্থা নিয়ে সবার সঙ্গে কথা বলেছি,সাফাইকর্মীরা ঠিকঠাক যাচ্ছেন কিনা, জল না জমে থাকে এসব নিয়ে সচেতন করেছি, মানুষকেও সচেতন হতে হবে।' 
 
আরও পড়ুন :


ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ


আতঙ্কিত এলাকাবাসী
প্রশাসনিক তত্‍পরতায় খুশি হলেও, ডেঙ্গিতে মৃত্যু নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। 'মৃত্যুর পর থেকে এখন সাফাইকর্মী আসে পরিষ্কার হয়, আগে হলে আরও ভাল হত' , দুঃখ করে জানালেন ডেঙ্গিতে মৃতের আত্মীয় ববি হাজরা। চলতি বছরে ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩৮১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। 


ডেঙ্গি সংক্রমণ মারাত্মক
শেষ এক সপ্তাহে হাওড়া পুর এলাকায় ডেঙ্গি সংক্রমণ মারাত্মক বেড়েছে।   ইতিমধ্যে হাওড়ার ৫০টি ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করেছে পুরসভা। তাতে দেখা গেছে, যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে মৃত্যু হয়নি। 
যেসব জায়গায় সংক্রমণ কম, সেখানেই মৃত্যু হয়েছে। ডেঙ্গি ভাইরাসের কোনও বিশেষ ভ্যারিয়েন্টের জন্য কি এমন ঘটছে? জানতে পতঙ্গবিদদের সাহায্য নিচ্ছে হাওড়া পুরসভা।