বিটন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, ময়না:  ময়নায় বিজেপি নেতা খুনে রাজনৈতিক তরজা চরমে। এই পরিস্থিতিতে তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর রাখা বক্তব্যের ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ময়নার ঘটনার নেপথ্য়ে গভীর চক্রান্ত থাকতে পারে। তা নিয়ে শুভেন্দুকে জেরা করা দরকার। পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতাও।


ময়নায় বিজেপি নেতা খুন! গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য়! সন্ত্রাসের অভিযোগে ময়নায় শুভেন্দু অধিকারীর মিছিল! পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা যখন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্য়ু নিয়ে,  তৃণমূলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছেন, তখন তাঁরই পুরনো একটি বক্তব্যের কথা মনে করিয়ে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে তৃণমূলও!


ভিডিওতে শুভেন্দু বলেছিলেন, 'মদন ভৌমিক, আশিস ভৌমিক, নিমাই মণ্ডল, পিন্টু ভঞ্জ, উত্তম সিংহ, পঞ্চানন মণ্ডল, ধ্রুব রাউত। নাড়ু মণ্ডল, বিজয় ভুঁইয়া, মহেন্দ্র বাড়ুই, ইন্দ্রজিৎ বাড়ুই, শ্রীমন্ত মণ্ডল, খোকন...এরা কারা? এই কাগজে নামগুলো নিয়ে গেলাম। আর এখানে যা হচ্ছে,  এটাকে আমরা একটু বাড়তে দিচ্ছি। আপনাদের কারও কারও কষ্ট হচ্ছে, আমি আবার বলি। আমি আপনাদেরকে বলছি, বাকচার আবর্জনা আমি পরিষ্কার করব, করব, করব। কী ধরনের ব্লিচিং আর ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হয়, শুভেনদু অধিকারী সেটা জানে। আমি সেটা বিগত দিনে বারে বারে করে দেখিয়েছি। এখানে করব। শান্তিতে থাকুন। গণতান্ত্রিকভাবে ভোট দিন'। 


মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে, এই ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ট্যুইটে লিখেছেন, ময়নাতে নিহত বিজয় ভুঁইয়ার নামে তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু কী বলেছিল শুনুন।  তাই ওখানে আদি-নব্য বিজেপির বিবাদ ছিল। 




এই হত্যাকান্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার। পিছনে গভীর চক্রান্ত থাকতে পারে। তদন্ত হোক। ২০২০-র ২৬ সেপ্টেম্বর তমলুকের তৎকালীন এসডিপিও-র নেতৃত্বে পুলিশি অভিযানে ময়নার বাকচা গ্রাম থেকে প্রচুর বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়! 


সেই ঘটনার কথা মনে করিয়েই, নিজের ট্যুইটার হ্যান্ডলে আরেকটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০২০-র ২৬ সেপ্টেম্বর, বর্তমানে নিহত বিজয় ভুঁইয়ার বাড়ি থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। দেখুন, সেদিন তাঁর স্ত্রী-র ভিডিও।



  • প্রশ্ন - আপনার বাড়ি থেকে পুলিশ কিছু নিয়েছে

  • লক্ষ্মী ভুঁইয়া - না। 

  • প্রশ্ন - এইবার আপনার জমিতে এই যে জিনিসগুলো পাওয়া গেছে, এটার ব্যাপারে আপনি কী বলবেন

  • লক্ষ্মী ভুঁইয়া - স্যর, আপনিই বলুন। যদি আপনার জমিতে কেউ যদি কিছু রাখে, সেটা কি আমার দোষ?



কিন্তু, এখন বিজয় ভুঁইয়ার খুনের পর, পুরনো এই ভিডিও প্রকাশ্যে আনার নেপথ্যে অন্য অঙ্ক দেখছে নিহত বিজেপি নেতার পরিবার।