কলকাতা : দিল্লি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন প্রান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতাতেও। বিভিন্ন জায়গায় চলছে নজরদারি।
বিস্ফোরণ-তল্লাশি-তদন্ত....পুরনো মামলায় NIA-র অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়াকড়ি....নজরদারি...নাকা অভিযান চলছে। লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের আগে টানা তিন ঘণ্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। তারপরই এই ঘটনা। বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় লালকেল্লার সংলগ্ন রাস্তা। এই প্রেক্ষাপটে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। পুলিশ কমিশনারের নির্দেশে পার্কিং লটে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। অনেক্ষণ কোনও গাড়ি পার্কিংয়ে থাকলে, নম্বর প্লেটে কোনও অসঙ্গতি লক্ষ্য করলে, কোনও গাড়িতে কালো কাচ লাগানো থাকলে অথবা সন্দেহজনক কোনও কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ১০০ ডায়ালে ফোন করে জানাতে বলা হয়েছে। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। বুধবারই কলকাতায় পৌঁছেছে দুই দেশের টিম। এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। মাসখানেক পর বড়দিন। উৎসবে মাতবে শহর। তার আগে পার্ক স্ট্রিট-সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকার হোটেলগুলিতেও চলছে নজরদারি। রেজিস্ট্রারে নিয়মিত সব বোর্ডারের তথ্য নথিবদ্ধ করা হচ্ছে কিনা, হোটেলের সব সিসি ক্যামেরা চালু রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে চিকিৎসক উমর নবিকে নিয়ে। লালকেল্লায় যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়িতে চালকের আসনে এই উমরই ছিল বলে এখনও পর্যন্ত তদন্তে মনে করা হচ্ছে। বিস্ফোরণে নিহতের সংখ্যা ১২ এবং জখম অনেকে। ঘটনায় জোরদার তদন্ত চলছে। দ্রুত তদন্ত-প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তদন্তেই উঠে আসছে, ঘটনার দিন উমর নবি গতি-প্রকৃতি। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ওইদিন রামলীলা ময়দানের কাছে একটি মসজিদে গিয়েছিল উমর। দুপুর ৩.১৯ মিনিট নাগাদ সুনেহরি মসজিদে পার্কিংয়ে গাড়িটি পার্ক করে রেখেছিল অল-ফালহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমর। তার আগে রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের একটি মসজিদে গিয়েছিল সে। সেখানে সে প্রায় ৩ ঘণ্টা ছিল এবং নমাজ পড়ে। এরপর লালকেল্লার উদ্দেশে রওনা দেয়। ফিদায়েঁ হামলা-সহ ঘটনায় সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এর পাশাপাশি তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন যে, লালকেল্লার উদ্দেশে রওনা হওয়ার আগে তিন ঘণ্টা ধরে পার্কিং লটে সে কী করছিল।