নয়াদিল্লি: অনিয়ন্ত্রিত যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে এবং ট্রেনের (Metro viral video) কামরার ভিতরে অশোভন আচরণ,  এর আগেও একের পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে দিল্লি মেট্রো। এবার দিল্লি মেট্রোর (Delhi Metro) মধ্যেই দু-মহিলার ঝগড়ার ভিডিও (Viral Video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। 


সুয়াস চৌধুরী নামে এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি দুই ভাগে ঘটনার ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একজন গোলাপি শালওয়ার এবং একজন কালো শালওয়ার পরা দুই মহিলার মধ্যেই তুলকালাম বেঁধেছে। দু-জনই একে ওপরের সঙ্গে চিৎকার করে ঝগড়া করছেন। যদিও ঝগড়ার আসল কারণ এখনও জানা যায়নি। ভিডিওটি দেখে প্রাথমিকভাবে যেটুকু বোঝা যাচ্ছে, কালো শালওয়ার পরা মহিলাটি সম্ভবত গোলাপি জামা পরিহিতা মহিলাটিকে একটু সরে বসতে বলেছিলেন। আর সেই থেকেই কথা কাটাকাটি শুরু। 






ব্যক্তির পোস্ট করা একটি ক্লিপে দেখা যাচ্ছে, গোলাপি পোশাক পরা মহিলা যা বলছে তা রেকর্ড করছেন একজন। আর সেই কারণে আরও রেগে গিয়ে চিৎকার করতে শুরু করেন তিনি। তবে বিষয়টি হাতাহাতির পর্যায়ে যে যায়নি তাতেই শান্তি পেয়েছে নেটিজেনরা। দুই মহিলার ঝগড়ার সেই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে যে, সেটি ইতিমধ্যেই ৭.৬ মিলিয়ন ভিউ পেয়েছে। পাশাপাশি এসেছে প্রচুর কমেন্টও। এক একজন নেটিজেন একএকরকম মন্তব্য় করেছেন। কেউ কটাক্ষ করেছেন, কেউ আবার হাসির খোরাক খুঁজে পেয়েছেন ঝগড়ার এই ভিডিওতে।                                                                 






আরও পড়ুন: Zomato Ankita Tweet: 'প্লিজ প্রাক্তনকে খাবার পাঠানো বন্ধ করুন অঙ্কিতা', ভাইরাল জোম্যাটোর ট্যুইট, হাসির রোল নেটদুনিয়ায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial