কলকাতা: ভেঙে ফেলা হচ্ছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের পালি হিলের বাংলা। বলিউডসূত্রে খবর, এই জায়গায় তৈরি হবে একটি বিলাসবহুল আবাসন। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, এই অ্য়াপার্টমেন্টের নিচেই তৈরি হবে একটি বিশেষ জাদুঘর। যেখানে দিলীপ কুমার কর্মজীবনের নির্দশন থাকবে।
বলিউড সূত্রে, রিয়েল এস্টেট ডেভেলপার আশার গ্রুপ এই প্রকল্পের জন্য দিলীপ কুমারের পরিবারের সঙ্গে চুক্তি করেছে। উল্লেখ্য়, ওই বাংলোটি বছরের পর বছর ধরে আইনি বিরোধে জড়িয়ে ছিল। কিন্তু দিলীপ কুমারের পরিবার অবশেষে ২০১৭ সালে চাবি ফিরে পায়। আশার গ্রুপ এই খবর সত্য়ি বলে জানিয়েছে।
এই বিলাসবহুল আবাসনটি ১১ তলা হবে বলে জানা যাচ্ছে। ও এই প্রকল্পের মোট নির্মাণ হবে ১.৭৫ লাখ বর্গফুট এলাকা জুড়ে।
আরও পড়ুন...
ধূমপান না করলেও ফুসফুসে হানা দিতে পারে ক্যানসার, খুঁটিনাটি একনজরে
প্রসঙ্গত, ১৯২২ সালের ১১ ডিসেম্বর অধুনা পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। জন্মসূত্রে নাম মহম্মদ ইউসুফ খান, মুসলিম পরিবারের ছেলে। লালা গোলাম সারওয়ার খান এবং আয়েশা বেগমের ১২ সন্তানের মতো অন্যতম ছিলেন। দিলীপ কুমারের বাবা ছিলেন ফলের ব্যবসায়ী। বাবার ফলের বাগানও ছিল। মহারাষ্ট্রে পড়াশোনা দিলীপের। পেশোয়ারে যেখানে পৈতৃক বাড়ি দিলীপের, সেখানেই বাড়ি ছিল বলিউডের আর এক কিংবদন্তি রাজ কপূরের। তাঁরা শৈশবের বন্ধু। ১৯৪০ সালে পুণের একটি ক্যান্টিন থেকে ড্রাইফ্রুটের বরাত পেয়ে বেশ কয়েক বছরের পরিকল্পনা নিয়ে চলে আসেন মহারাষ্ট্রে। ১৯৪৭ সালে দেশভাগের পরও তাঁর পরিবার আর কখনও পেশোয়ার ফেরেনি।কিন্তু অভিনয়ের প্রতি আগ্রহের কথা বাড়িতে জানাতে পারেননি। তাই বাবা যাতে জানতে না পারেন, তার জন্যই অন্য নামে পরিচিত হওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’। তাতে অভিনেত্রী তথা প্রযোজক দেবিকা রানির পরামর্শেই আসল নাম পাল্টে দিলীপ কুমার করে নেন।
প্রথম ছবি সে ভাবে সাড়া ফেলেনি দিলীপ কুমারের। দ্বিতীয়, তৃতীয় ছবিও নয়। নুর জাহানের সঙ্গে চতুর্থ ছবি ‘জুগনু’ বিরাট সাফল্য পায়। এর পর ‘শহিদ’, ‘মেলা’, ‘অন্দাজ’-এর মতো হিট ছবি উপহার দেন।পাঁচের দশকে সবচেয়ে বেশি সাফল্য পান দিলীপ কুমার। ‘যোগন’, ‘বাবুল’, ‘দীদার, ‘তরানা’, ‘দাগ’, ‘নয়া দওর’-এর মতো ছবি করেন। বৈজয়ন্তিমালা, মধুবালা, নার্গিস, নিম্মি, মীনা কুমারী, কামিনী কৌশলের সঙ্গে তাঁর জুটি দর্শকের মন কাড়ে। হিন্দি ছবির স্বর্ণযুগে দিলীপ কুমার, রাজ কপূর এবং দেব আনন্দই ইন্ডাস্ট্রির ভিত্তি মজবুত করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন