নয়াদিল্লি : ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ধর্নার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল (TMC)। এবার ২ ও ৩ অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। অমিত শা-র অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi Police) অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '১০০দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। আর মাথা উঁচু করে লড়ব। গান্ধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি।' যে প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'গান্ধীজির জন্মদিনে, আমরা সবাই দিল্লি যাব। রাস্তায় আটকালে, সেখান থেকেই দিল্লিতে আওয়াজ যাবে'।
এদিকে, কর্মসূচির তারিখে বেশ কিছু বদল হয়েছে। এর আগে, ৩০ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধরনার অনুমতি চাওয়া হয়।আর এবার, দোসরা ও তেসরা অক্টোবর দিল্লির তিনটি জায়গায় ধরনায় অনুমতি চাইল তৃণমূল (TMC)। এর আগে, ৩০ শে সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি পালন করার অনুমতি চাওয়া হলেও, তৃণমূলের এই কর্মসূচিতে অনুমতি দেয়নি অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অক্টোবর মাস পড়লেই বাংলা তথা দেশজুড়ে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। সেক্ষেত্রে, অক্টোবর মাসে এত বড় কর্মসূচি নিয়ে কি লক্ষ্যে পৌঁছতে পারবে তৃণমূল?
আরও পড়ুন- 'আমাদের ভাতা বৃদ্ধি নয়, আশাকর্মী থেকে সিভিক, সমকাজে সমবেতন পাক' বার্তা শুভেন্দুর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন