সমীরণ পাল, বনগাঁ : ফের প্রতারণার ঘটনা ! ক্রেডিট কার্ডের (Credit Card) সমস্যা সমাধানে OTP দিতেই খোয়া গেল প্রায় দেড় লক্ষ টাকা ! ঘটনার তদন্তে নেমে প্রতারণা চক্রের অন্যতম পান্ডাকে পাকড়াও করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ (Bongaon Cyber Crime PS)।


গত ১ জুন বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উত্তর ২৪ পরগনার বনগাঁর বল্লভপুর গ্রামের বাসিন্দা মিলি মণ্ডল। তিনি জানান, ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য একটি ফোন এসেছিল তাঁর ফোনে। সমস্যা সমাধানের জন্য ব্যাঙ্কের নথি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতেই OTP নম্বর চাওয়া হয়েছিল। সেই OTP নম্বর দিতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা। বিষয়টি বনগাঁ সাইবার ক্রাইম থানায় জানান তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।


এই ঘটনার তদন্ত নেমে গতকাল পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে উজ্জ্বল সিংহ নামে এক জনকে গ্রেফতার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। সাইবার পুলিশ সূত্রে খবর, উজ্জ্বল সিংহের সঙ্গে এই প্রতারণা চক্রের আরও কয়েকজন জড়িত রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফোন করে। গ্রাহকদের কাছ থেকে ওটিপি নম্বর চায়। যারা ওটিপি দেয় তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় ওই প্রতারকরা। এভাবেই এই প্রতারকরা প্রতারণার জাল বিছিয়েছে গোটা রাজ্য জুড়ে। উজ্জ্বল সিংহকে গ্রেফতার করে সেই চক্রের পর্দা ফাঁস করতে চাইছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে আর খবর, অভিযুক্ত উজ্জ্বল সিংহর নামে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।


বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী তথা বনগাঁ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সমীর দাস বলেন, "বনগাঁর এক মহিলাকে ফোনে সমস্যা দেখিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতি করে নেওয়ার অভিযোগে পুরুলিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তকে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।"


প্রসঙ্গত, ভারতে ডিজিটালাইজেশন আসার পর থেকে বদলে গিয়েছে পরিস্থিতি। দ্রুত বৃদ্ধি পেয়েছে অনলাইনে টাকার লেনদেন। এই পরিস্থিতিতে মানুষ আজকাল ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই বেশিরভাগ কাজ করতে শুরু করেছে। সেই কারণে গত কয়েক বছরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদির ব্যবহার খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিটি অনলাইন লেনদেনের জন্য ওটিপি প্রয়োজন। সম্প্রতি সাইবার জালিয়াতি রুখতে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাইবার জালিয়াতি থেকে মানুষকে নিরাপদ রাখতে ওটিপি ভিত্তিক এটিএম লেনদেনের সুবিধা শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।