নয়াদিল্লি: দিল্লির হিংসার (Delhi Violence) ঘটনায় সামনে এসেছে বাংলার যোগ। ধৃত মহম্মদ আনসার (Md Ansar) দিল্লির বাসিন্দা হলেও, হলদিয়ায় তাঁর বাড়ি রয়েছে। স্থানীয়দের দাবি, বছরে এক-দু’বার এখানে আসেন আনসার। এদিনই মহিষাদল থানায় আসে দিল্লির পুলিশের একটি দল। প্রশাসন সূত্রের খবর, আনসার-সহ ধৃত ৫ জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসার।  ধৃতদের মধ্যে আরও ৫ জনের সঙ্গে বাংলার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এই আনসারের ছবি নিয়েই বেঁধেছে বিতর্ক। 


আম আদমি পার্টির টুপি পরা আনসারের ছবি নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)। হিংসার ঘটনায়, আপের ভূমিকা খতিয়ে দেখার দাবি করেছে তারা। পাল্টা, আনসারের সঙ্গে বিজেপির স্থানীয় নেতাদের ছবি দেখিয়ে, আক্রমণ শানিয়েছে আপ।


দিল্লি হিংসার ঘটনায়, এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি হিংসার ঘটনায় ধৃত মহম্মদ আনসারের ভুয়ো ফেসবুক প্রোফাইল সামনে এসেছে। এই প্রোফাইলে আম আদমি পার্টির টুপি পরা অবস্থায় আনসারের ছবি রয়েছে। আর এই নিয়েই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়ে বিজেপি। দিল্লি হিংসার ঘটনায়, আম আদমি পার্টির ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। 


বিজেপি যখন এই অভিযোগ তুলছে, তখন মূল অভিযুক্ত আনসারের সঙ্গে বিজেপির স্থানীয় নেতাদের ছবি দেখিয়ে, পাল্টা তার সঙ্গে বিজেপির দহরম মহরমের অভিযোগ করেছে আম আদমি পার্টি।
জাহাঙ্গিরপুরীর ঘটনার পর, দিল্লির জামা মসজিদ-সহ বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে পুলিশ। 



দিল্লির ঘটনায় ধৃত মহম্মদ আনসার, সেলিম, ইমাম শেখ ওরফে সোনু, দিলশাদ  ও আহির-সহ এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন সূত্রের খবর, আনসার-সহ ধৃত ৫ জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জাহাঙ্গিরপুরীর ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আনসার। হলদিয়ায় তার বাড়ি রয়েছে। ধৃতদের মধ্যে আরও ৫ জনের সঙ্গে বাংলার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।