অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যে (West Bengal) ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার পার! মৃত ৯০। ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের (Platelet) আকাল। এই প্রেক্ষাপটে এবার ডেঙ্গির বাড়বাড়ন্তে মেয়রের পদত্যাগ দাবি বিজেপির (BJP)।                                                       

  


বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা শাখার মিছিল। পাইকপাড়া থেকে টালা পার্কের কাছে ১ নম্বর বরোর অফিস পর্যন্ত মিছিলে সামিল হন বিজেপি কর্মীরা। নেটের জামা পরে বিক্ষোভও দেখান তাঁরা।


এদিকে, বঙ্গে গণতন্ত্র রয়েছে বলেই প্রতিবাদ করার রাস্তাও রয়েছে বলেই মত ফিরহাদ হাকিমের। যদিও প্রতিবাদের সেই রাস্তার বিরোধীরা অপব্যবহার করছে বলে জানিয়ে তাঁর খোঁচা, 'পারলে আদিত্যনাথের রাজ্যে গিয়ে বিক্ষোভ দেখান, কারণ ওখানে ডেঙ্গির প্রকোপ এবারে সবথেকে বেশি। ওখানে গিয়ে পারবেন না, কারণ ওঁদের পুলিশ মেরে তুলে দেয়। ওখানে বুলডোজার চলে আর বাংলায় গণতন্ত্র।'                     


আরও পড়ুন, 'নেই কাজ তো খই ভাজ', ডেঙ্গি-বিক্ষোভ বিরোধীদের, কটাক্ষ মেয়র ফিরহাদ হাকিমের


অন্যদিকে, ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে পথে নামল কংগ্রেস। গন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি। খাট-মশারি নিয়ে লেক মার্কেটের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল। রাসবিহারী মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়।                                                         


পাশাপাশি, ডেঙ্গি প্রতিরোধের দাবিতে গতকালের বিক্ষোভের পর, জোড়াবাগানে  ২৪ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে নজরদারি পুরসভার। নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। সাড়ে ৬ কাঠা পরিত্যক্ত জমিটি ছাড়াও আরও ৭টি জায়গায় ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা খুঁজতে ড্রোন-তল্লাশি। পাশাপাশি, পাথুরিয়াঘাটা স্ট্রিটে পুরনো ও বনেদি বাড়িগুলিও ঘুরে দেখেন কাউন্সিলর। জমা জল, আবর্জনা নিয়ে পুরসভার তরফে বাসিন্দাদের সতর্ক করা হয়।