সন্দীপ সরকার ও জয়ন্ত পাল, কলকাতা: সরকারি ও বেসরকারি হাসপাতালে (Hospital) নিত্যদিনই বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। তার ওপর এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেঙ্গির উপসর্গে পরিবর্তন। উদ্বিগ্ন চিকিত্‍সকরাও (Doctor)। এরইমধ্যে আজ ডেঙ্গি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশন দিল বিজেপি (BJP)। 



দুর্গাপুজোর (Durga Puja) সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি। দুর্গাপুজো শেষ কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি চিকিত্‍সায় রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতাল।                             


হাসপাতালের পরিসংখ্যান বলছে,  এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি বেড রয়েছে। তার মধ্যে ৮৫টিতে রোগী ভর্তি। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি বেড। চিকিত্‍সাধীন ৩৩ জন ডেঙ্গি আক্রান্ত। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি বেড।  ৩২ জন ভর্তি রয়েছেন।                                                                                                   


বেসরকারি হাসপাতালগুলির মধ্যে AMRI হাসপাতালে ভর্তি ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত। CMRI-তে ভর্তি ৪৫ জন। ৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি উডল্যান্ডসে।  পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪০ জন।  বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়।                                             


আরও পড়ুন, কালীপুজোয় কতক্ষণ স্থায়ী হবে অমাবস্যা, দেখে নিন শ্যামা পুজোর নির্ঘণ্ট


এরই মাঝে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গির উপসর্গের পরিবর্তন। চিকিত্‍সকরা জানাচ্ছেন, ইদানিং বহু ডেঙ্গি আক্রান্তের প্লেটলেট বাড়তে শুরু করার পর, হঠাৎ করে আবার প্লেটলেট কমতে শুরু করছে। এমনটা আগে বিশেষ দেখা যায়নি। বিভিন্ন পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। দক্ষিণ দমদম পুর এলাকায় কয়েকদিনের ব্যবধানে ২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। 


সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিজেপির তরফে দক্ষিণ দমদম পুরসভার সামনে ডেঙ্গি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মশারি নিয়ে বিক্ষোভ দেখানো হয়। দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর মতোই, দীপাবলির আগেও ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন শহরবাসী।