নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের (Supreme Court) নতুন প্রধান বিচারপতি (Chief Justice of India) হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। ২০২২ সালের ৯ নভেম্বর থেকে দায়িত্ব নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন ট্যুইট করে এই খবর জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী, এএনআই সূত্রে খবর। 


বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন । সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত গত সপ্তাহেই ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম তাঁর উত্তরসূরি হিসাবে সুপারিশ করেছিলেন রাষ্ট্রপতির কাছে। প্রসঙ্গত,  ৮ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যমেয়াদ শেষ হচ্ছে। মেয়াদকাল শেষের আগেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন তিনি।             


 






উল্লেখ্য, দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছিলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বাবা বিচারপতি ইয়াই ভি চন্দ্রচূড় (২ ফেব্রুয়ারি ১৯৭৮- ১১ জুলাই ১৯৮৫)। এবার বাবার পরে ছেলেও বসবেন দেশের প্রধান বিচারপতির আসনে।                                     


আরও পড়ুন, ২২ বছর পর সভাপতি নির্বাচন কংগ্রেসে, ভোট চলছে সকাল থেকে


দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক বিচারপতি চন্দ্রচূড় মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল থেকে তাঁর এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। জুরিডিক্যাল সায়েন্সে (এসজেডি) থেকে ডক্টরেট উপাধিও পেয়েছেন। সুপ্রিম কোর্ট এবং বম্বে হাইকোর্টে পেশা শুরু করেন। ১৯৯৮ সালের জুনে বম্বে হাইকোর্টর একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন। এরপর ২০০০ সালের ২৯ মার্চ বম্বে হাইকোর্টের বিচারক পদে আসীন হন। সুপ্রিম কোর্টে তাঁর মেয়াদকালে বেশকিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়দান করেছেন বিচারপতি চন্দ্রচূড় যা দেশের আইনের ইতিহাসে নজির স্থাপন করেছে বলেই মত।