সন্দীপ সরকার, কলকাতা : গত ২ সপ্তাহে ডেঙ্গি (Dengue) আক্রান্তের তথ্য নিয়ে জেলাগুলিকে সতর্ক করল নবান্ন (Nabanna)। ২০২০-২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত, এই ৭ দিনে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৫৩৫ জন। পাশাপাশি রাজ্যে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত মোট ৪১৮৪ জন।
স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্য সচিবের। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়িতে বেশি আক্রান্ত। এর মধ্যে হাওড়া জেলায় ডেঙ্গি আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭ জন। কলকাতায় ৭৪ জন। হুগলিতে ৭০ জন। জলপাইগুড়িতে ৩৩ জন এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখন বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এই সপ্তাহে ১২ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৪.৩২ শতাংশ ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে। যা আগের সপ্তাহে ছিল ৪.২ শতাংশ। এই পরিস্থিতিতে এবার থেকে প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।
কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে?
- ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
- ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
- গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
- নাক, মুখ থেকে রক্তপাত
- এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করে।
চিকিৎসকদের পরামর্শ, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন,
- ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না।
- মশারি ব্যবহার করুন।
- আর জ্বর হলেই চিকিত্সকের পরামর্শ নিন।
আরও পড়ুন- জ্বর ছেড়ে গেলেও ডেঙ্গি থেকে নিশ্চিন্ত নয়! কোন লক্ষণ দেখেই চিনবেন