রাজা চট্টোপাধ্যায় ও করুণাময় সিংহ, জলপাইগুড়ি ও মালদা: জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Case) পরিস্থিতি। ডেঙ্গি মোকাবিলায় মালদায় গঠিত হয়েছে টাস্ক ফোর্স। ডেঙ্গি প্রোটোকল না মানলে, নার্সিংহোম বা হাসপাতালকে কঠোর পদক্ষেপের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। অন্য়দিকে, আক্রান্তের সংখ্য়া বাড়তে থাকায়, জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি: রাজ্য় জুড়ে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। লম্বা হচ্ছে মৃত্য়ু মিছিল। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। শুধু শহর কলকাতাই নয়, জেলাতেও অব্য়াহত ডেঙ্গির তাণ্ডব। জেলা প্রশাসন সূত্রে খবর, মালদায় চলতি মরশুমে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া ১ হাজার ২১৩। ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া ১ নম্বর ব্লক, কালিয়াচক ৩ নম্বর ব্লকে ডেঙ্গি পরিস্থিতি অত্য়ন্ত উদ্বেগজনক। এক সপ্তাহে আক্রান্ত হচ্ছেন ১০০-র ওপরে।এই পরিস্থিতিতে টাস্ক ফোর্স গঠন করল মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, “জল জমতে পারে, এমন সমস্ত জায়গা খুঁজে ব্য়বস্থা নিতে হবে। স্প্রে করতে হবে। ৫ দিন ডেঙ্গি সপ্তাহ পালন করা হবে। অভিযান চলবে। বুধবার ড্রাই ডে পালন করছি। স্কুলগুলোকে আলাদাভাবে দেখা হচ্ছে। বাচ্চাদের যাতে না হয়।’’ জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, “ডেঙ্গির ট্রিটমেন্টের প্রোটোকল যাতে সবাই ঠিকমতো ফলো করে। তার নির্দেশ দেওয়া হয়েছে। সাার্ভিল্য়ান্স টিম গঠন করা হয়েছ। যারা প্রোটোকল ফলো করবে না, কড়া ব্য়বস্থা নেওয়া হবে। মেডিক্য়াল লাইসেন্স সাসপেন্ড করে দিতে পারি।’’ বৃহস্পতিবার সকাল থেকে ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কোথাও জমা জল বা আবর্জনা রয়েছে কি না, দেখা হচ্ছে।
অন্য়দিকে, উত্তরেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। চলতি মরশুমে জলপাইগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। পুরসভা এলাকায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলার সমস্ত পুরসভাকে নিয়ে জরুরি বৈঠক করল জেলা স্বাস্থ্য দফতর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসকও। পুরসভাগুলিকে আবর্জনা পরিষ্কার, নিকাশি সাফাই, বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি, মশারি ব্যবহার নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আর এই উদ্বেগের মাঝেই নাগরিকদের সচেতন করতে ডেঙ্গি নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির বাসিন্দা। গান গেয়ে সচেতনতা প্রচার করছেন তিনি।
আরও পড়ুন: Recruitment Scam: মানিকের ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট! চার্জশিটে দাবি ED-র